ইউক্রেনে নতুন করে আবারও মিসাইল হামলা রাশিয়ার
পশ্চিমা দেশগুলো রাশিয়ার সমুদ্রবাহী তেলের দাম নির্ধারণ করে দিয়ে মস্কোর যুদ্ধ চালানোর আর্থিক উৎস সীমাবদ্ধ করার চেষ্টা করেছে। এদিকে রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে রহস্যময় বিস্ফোরণ ঘটেছে। এসবের পর এবার রাশিয়া ইউক্রেনে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে। খবর রয়টার্স-এর।
ইউক্রেনের সরকার জানিয়েছে, সোমবার (৫ ডিসেম্বর) রাশিয়ার কয়েক দফা হামলায় দেশটির দক্ষিণে ঘরবাড়ি ও উত্তরে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়েছে।
মিসাইল হামলা শুরু হলে সাধারণ জনগণকে আশ্রয়স্থলে যাওয়ার আহ্বান জানায় ইউক্রেন কর্তৃপক্ষ।
এর আগে রাতারাতি রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর এ মিসাইল হামলার ঘটনা ঘটে।
মস্কোর দক্ষিণে রায়াজানের একটি বিমানঘাঁটিতে ফুয়েল ট্যাংকার বিস্ফোরণে তিনজন নিহত হন। এছাড়া রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর অন্তর্ভুক্ত এমন কিছু বোমারু বিমানের ঘাঁটিতে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এঙ্গেলস নামক ওই বিমানঘাঁটিতে হামলার ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন সারাতভের স্থানীয় গভর্নর রোমান বুসারজিন।
এঙ্গেলস বিমানঘাঁটিটি মস্কো থেকে ৭৩০ কিমি দক্ষিণে অবস্থিত। এ ঘাঁটিতে ৬০-৭০টি বোমারু বিমান রয়েছে। এ বিমানগুলো ব্যবহার করে পারমাণবিক হামলা চালানো সম্ভব।
তবে এ দুটো ঘটনার জন্য দায় স্বীকার করেনি ইউক্রেন। কিয়েভ এগুলোকে রাশিয়ার আক্রমণের 'কর্মফল' হিসেবে অভিহিত করেছে।
সোমবার জাপোরিঝঝিয়ায় রাশিয়ার মিসাইল হামলায় প্রাথমিকভাবে দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছিল ইউক্রেন। কিছু মিসাইল ভূপাতিত করার দাবিও করেছে তারা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়া।