ইউক্রেনে সেবা দেওয়া মাস্কের স্টারলিংক ডিশ ধ্বংস করার প্রযুক্তি তৈরি করছে রাশিয়ান কোম্পানি
রাশিয়ার একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে এটি দেশটির সেনাবাহিনীকে স্টারলিংক স্যাটেলাইট ডিশ অনুসন্ধান ও ধ্বংস করার কাজে সাহায্য করতে পারবে। খবর পিসিম্যাগ-এর।
ইউক্রেনের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি ব্যবস্থা।
এর আগে এ মাসে সেসত্রোরেত্সক আর্মস ফ্যাক্টরি নামক একটি রহস্যময় কোম্পানি এক ওয়েবসাইটে 'বর্শশেভিক' বা 'হগউইড' ব্যবস্থার কথা প্রকাশ করে। এ ব্যবস্থাটি ১০ কিলোমিটার দূরত্বে পর্যন্ত স্টারলিংক ডিশ খুঁজে বের করতে সক্ষম বলে জানানো হয়েছে।
দাবি অনুযায়ী, এ প্রযুক্তি স্টারলিংক ডিশগুলোকে মূল অবস্থানের ৫ থেকে ৬০ মিটারের মধ্যে চিহ্নিত করতে পারে। এছাড়া এটি গাড়ির ওপর বসিয়েও ব্যবহার করা সম্ভব।
ওই ওয়েবসাইটে প্রকাশিত একটি গ্রাফিক নকশায় শহুরে এলাকায় বর্শশেভিক ব্যবহার করার প্রক্রিয়া দেখানো হয়েছে। আরেকটি ছবিতে দেখা যায়, রাস্তায় চলমান একটি রাশিয়ান সাঁজোয়া জিপের ওপর একটি বর্শশেভিক বসানো হয়েছে।
তবে বর্শশেভিক কীভাবে কাজ করে বা এটি কতটা কার্যকরী তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। রাশিয়ান সেনাবাহিনী ও প্যারামিলিটারি ওয়াগনার গ্রুপের সঙ্গে সম্পর্কিত এমন একটি টেলিগ্রাম চ্যানেলেও এ প্রযুক্তির বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।
ওই টেলিগ্রাম পোস্টে দাবি করা হয়েছে, বর্শশেভিক প্রযুক্তি বর্তমান যুদ্ধে ফ্রন্টলাইনে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।
স্পেসএক্সের এ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে। ইউক্রেন বাহিনী এটি ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে নিজেদের মধ্যে যোগাযোগ এবং ক্ষেত্রবিশেষে ড্রোনও পরিচালনা করছে।
স্পষ্টভাবেই রাশিয়া স্টারলিংকের ওপর ক্ষুদ্ধ। স্টারলিংক নেটওয়ার্ককে 'দেখে নেওয়ার' প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে রাশিয়া। এর আগে মার্চে যুদ্ধাঞ্চলে থাকা ইউক্রেনীয়দের স্টারলিংক ডিশগুলোকে প্রকাশ্যে স্থাপন না করতে সতর্ক করে দেন ইলন মাস্ক।