'ধৈর্য্যের একটা সীমা আছে,' জেলেনস্কিকে সতর্ক করলো ইরান
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অভিযোগের প্রত্যুত্তর দিয়েছে ইরান এবং 'ভিত্তিহীন অভিযোগ নিয়ে তাদের [ইরানের] ধৈর্য অসীম নয়' বলে সতর্ক করে দিয়েছে। খবর সিএনএন-এর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল থেকে জেলেনস্কির দেওয়া বক্তৃতাকে ভিত্তিহীন এবং অশালীন বক্তব্য বলে অ্যাখ্যা দিয়েছেন।
"আমরা সবসময়েই অন্যান্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে এসেছি, যার মধ্যে ইউক্রেনও পড়ে। কিন্তু মি. জেলেনস্কির জানা উচিৎ ভিত্তিহীন অভিযোগকে কেন্দ্র করে ইরানের কৌশলগত ধৈর্য অসীম নয়।"
ইউএস কংগ্রেসে জেলেনস্কিতার ভাষণে ইরানের ওপর অভিযোগ তোলেন যে, ইরান রাশিয়ায় যে শত শত মারণাত্মক ড্রোন পাঠিয়েছে তা অবকাঠামোর জন্য হুমকি।
এর আগে ইরান সরকার গত মাসে স্বীকার করে যে তারা রাশিয়ার ইউক্রেন অভিযানের আগে বেশ কিছু ড্রোন রাশিয়ায় পাঠায়, তবে ইউক্রেনে যুদ্ধে ব্যবহৃত হবে এমন সামরিক সরঞ্জাম পাঠাতে অস্বীকৃতি জানায়। জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া ইরানকে একটি মিত্র হিসেবে পেয়েছে। তিনি বলেন, "এভাবেই একজন সন্ত্রাসী আরেকজন সন্ত্রাসীকে খুঁজে পায়। এটা কেবল সময়ের ব্যাপার যখন আপনাদের [ইরানের] অন্য মিত্রদের বিরুদ্ধেই তারা [রাশিয়া] অস্ত্র তুলবে, যদি না তাদেরকে এখনই থামানো হয়।"