মেক্সিকান কার্টেল বসের ছেলেকে ধরতে গিয়ে সংঘর্ষে নিহত ১৯ কার্টেল সদস্য, ১০ সেনা
মেক্সিকোর মাদক কার্টেল নেতা ওভিদিও গুজম্যানকে গ্রেপ্তারের সময় সংঘর্ষে ১৯ সন্দেহভাজন কার্টেল সদস্য ও ১০ সেনাসদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি।
শুক্রবার (৬ জানুয়ারি) মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও সানদোভাল এ তথ্য জানান। দেশটির উত্তরে অবস্থিত সিনালোয়াতে গুজম্যানকে গ্রেপ্তার করা হয়।
কারাগারে থাকা মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন 'এল চাপো' গুজম্যানের ছেলে ওভিদিও গুজম্যানকে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার আটক করে। এরপর সিনালোয়াতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ অভিযানে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সানদোভাল। তিনি আরও জানান, অভিযানে কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানা যায়নি।
সিনালোয়ার রাজধানী শহর কুলিয়াকানের একটি বিমানবন্দর সংঘর্ষের কেন্দ্রস্থলে পরিণত হয়। শুক্রবার পর্যন্ত এটিকে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
মেক্সিকোর সরকার জানিয়েছে, ওভিদিওকে এখন একটি উচ্চ-নিরাপত্তার সরকারি কারাগারে রাখা হয়েছে।