আলোচিত বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ: কত হবে গঙ্গা বিলাসের টিকিটের দাম!
ভারতের পর্যটন খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে আসাম পর্যন্ত চালু হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল নৌবিহার 'গঙ্গা বিলাস'। বারাণসীতে গঙ্গা নদীর বুকে যাত্রা শুরু করে ডিব্রুগড় পর্যন্ত জলপথে ৩২০০ কিলোমিটার পাড়ি দিবে এই নৌবিহার। এ নৌবিহারের যাত্রাপথে পড়বে বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে যাওয়া নৌপথ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৩ জানুয়ারি এই নৌবিহারের উদ্বোধন করবেন।
'গঙ্গা বিলাস' এর ৫০ দিনের যাত্রাপথে পড়বে ভারত ও বাংলাদেশের মোট ২৭টি নদ-নদী। নৌবিহারে অংশ নেওয়া পর্যটকেরা ৫০ দিনে ৫০টি ঐতিহাসিক স্থাপত্য ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান ও সুন্দরবনের মতো দর্শনীয় স্থানসমূহ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনের পর 'গঙ্গা বিলাস' ৩২ জন সুইস ও একজন জার্মান পর্যটককে নিয়ে ডিব্রুগড়ের উদ্দেশে ছেড়ে যাবে। বিশ্বের দীর্ঘতম নৌবিহার হিসেবে ইতিহাস গড়তে যাওয়া 'গঙ্গা বিলাস' জাহাজের দৈর্ঘ্য ৬২.৫ মিটার এবং প্রস্থ ১২.৮ মিটার ও ড্রাফট ১.৩৫ মিটার।
গত শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় 'গঙ্গা বিলাস' নৌবিহার সম্পর্কে তিনি বলেন, "এটি বিশ্বের অনন্য একটি নৌবিহার হবে। একই সাথে ভারতে নৌবিহার পর্যটনের বিকাশকে সবার সামনে তুলে ধরবে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অনুরোধ করবো এর সুবিধা নেওয়ার জন্য।"
অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, গঙ্গা বিলাসে একসাথে ৮০ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। বিলাসবহুল এই প্রমোদতরীর মধ্যে রয়েছে ১৮টি স্যুইট এবং অন্যান্য সব রকম সুযোগ-সুবিধা।
'গঙ্গা বিলাস' এর অন্দরে রয়েছে দামি রেস্টুরেন্ট, স্পা এবং সানডেক। এটির প্রধান ডেকে থাকা ৪০ আসন বিশিষ্ট রেস্টুরেন্টের ভেতরে কন্টিনেন্টাল ও ভারতীয় খাবারদাবারসহ কয়েকটি ব্যুফে কাউন্টার রয়েছে। কর্মকর্তাদের ভাষ্যমতে, উপরের ডেকের আউডোর ব্যবস্থার মধ্যে রয়েছে রিয়েল টিক স্টিমার চেয়ারসহ একটি বার এবং কফি টেবিল, যেখানে সবচেয়ে সেরা সেবা দেওয়া হবে যাত্রীদের।
জাহাজটিতে রয়েছে চমৎকারভাবে সাজানো ১৮টি স্যুইট। এক ধরনের স্বতন্ত্র নির্মাণশৈলী এবং ফিউচারিস্টিক আউটলুক নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। ঐতিহ্যবাহী ও সমসাময়িক অন্দরসজ্জার ফিউশন করে এই স্যুইটগুলো সাজানো হয়েছে। অ্যাপার্টমেন্টগুলোতে বিশেষ বিশেষ রঙ ব্যবহারের মাধ্যমে এক ধরনের শান্ত-মনোরম অন্দরমহল তৈরি করা হয়েছে।
উত্তর প্রদেশ ট্যুরিজম এজেন্সির প্রতিনিধির ভাষ্যমতে, স্যুইটগুলোতে বিভিন্ন ধরনের অত্যাধুনিক সুযোগসুবিধা রাখা হয়েছে। যেমন- শাওয়ারসহ বাথরুম, কনভার্টিবল বিছানা, ফ্রেঞ্চ ব্যালকনি, এলইডি টিভি, স্মোক অ্যালার্ম, লাইফ জ্যাকেট এবং স্প্রিংকলার।
গঙ্গা বিলাসের টিকিটের দাম কত?
বিশ্বের দীর্ঘতম নৌবিহার গঙ্গা বিলাসের টিকিটের দাম কেমন হবে তার একটি ধারণা দেওয়ার জন্য একই প্রতিষ্ঠান, অন্তরা লাক্সারি রিভার ক্রুইজেস-এর 'ইনক্রেডিবল বেনারস' প্যাকেজের দামের কথা উল্লেখ করা যায়। বারাণসী থেকে কৈথি পর্যন্ত চারদিনের এ নৌবিহারের দাম শুরু হয়েছে ১,১২,০০০ রূপি থেকে।
প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড স্ট্র্যাটেজিক মার্কেটিং শাখার পরিচালক কাশিফ সিদ্দিকি লাইভমিন্টকে জানিয়েছেন কেন এই ঐতিহাসিক নৌবিহারের টিকিটের দাম সম্পর্কে এখনই কোনো তথ্য দিচ্ছেন না তারা। এর কারণ, নৌবিহারের আগামী কয়েক বছরের সব টিকিট ইতোমধ্যেই সুইস পর্যটকদের কাছে বিক্রি করা হয়ে গেছে! তার দাবি, সুইস পর্যটকরা প্রতিটি স্যুইটের জন্য ৩৮ লাখ রূপি করে দিয়েছেন। বলে রাখা ভালো যে এই মূল্য আরও দেড় বছর আগের, কারণ প্রতিষ্ঠানটি তখনই সুইস পর্যটকদের সাথে চুক্তি সম্পন্ন করেছে।