সিটবেল্ট না পরায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা
চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে সামাজিক মাধ্যমে ভিডিও করার জন্য প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে।
ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে যে, তারা লন্ডনের ৪২ বছর বয়সী একজনের ওপর 'ফিক্সড পেনাল্টি' জারি করেছে।
প্রধানমন্ত্রীর অফিসের বিবৃতি থেকে জানানো হয়, "মি. সুনাক 'এটি একটি ভুল ছিল তা সম্পূর্ণরূপে স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন", একইসাথে তিনি যে জরিমানা প্রদান করবেন তাও জানানো হয়।
সিট বেল্ট না পরার পর ধরা পড়লে যাত্রীদের ১০০ পাউন্ড জরিমানা করা যেতে পারে। মামলাটি আদালতে গেলে এটি বেড়ে ৫০০ পাউন্ডে দাঁড়াবে।
উত্তর ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার ভ্রমণ করার সময় ঋষি সুনাক এই ভিডিও করেন। মি. সুনাকের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়েছে, যেটি মূলত সুনাক সরকারের 'লেভেলিং আপ' বরাদ্দকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য প্রকাশ করা হয়েছে।
সরকারি অফিসে থাকাকালীন মিঃ সুনাক এই দ্বিতীয়বার একটি নির্দিষ্ট শাস্তির নোটিশ পেয়েছেন। গত এপ্রিলে তাকে বরিস জনসন এবং তার স্ত্রী ক্যারির সাথে কোভিড লকডাউনের নিয়মভঙ্গ করার জন্য জরিমানা করা হয়েছিল, যখন তৎকালীন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডাউনিং স্ট্রিটের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
'নিয়মের প্রতি অবজ্ঞা'
ফিক্সড পেনাল্টি নোটিশ হলো আইন ভঙ্গ করার জন্য দেওয়া স্যাংশন। এবং এর অর্থ হলো জরিমানা, যা ২৮ দিনের মধ্যে পরিশোধ করতে হবে অথবা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে। যদি কেউ জরিমানা না দিয়ে লড়তে চায়, সেক্ষেত্রে পুলিশ মামলাটি পর্যালোচনা করবে এবং জরিমানা প্রত্যাহার করবে নাকি আদালতে বিষয়টি যাবে, সে সিদ্ধান্ত নেবে।
লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার একটি টুইটে বলেছেন যে, মি. সুনাকেরি এই ঘটনার সম্পূর্ণ দায় বর্তায়। লেবার পার্টির একজন মুখপাত্র যোগ করেছেন: "দুর্ভাগা ঋষি সুনাকের লেভেলিং-আপ ফটো তার মুখের ওপরেই পড়েছে এবং তাকে হাসির পাত্রে পরিণত করেছে।"
লিবারেল ডেমোক্র্যাটরা বলেছে, পুলিশে কাছে জরিমানার শিকার হওয়া দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে, তিনি 'বরিস জনসনের মতোই নিয়মের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন'। ডেপুটি লিবারেল ডেমোক্র্যাট লিডার ডেইজি কুপার বলেছেন: "পার্টিগেট থেকে সিটবেল্ট গেট পর্যন্ত, এই কনজারভেটিভ রাজনীতিবিদরা ব্রিটিশ জনগণকে বোকা মনে করছেন। যদিও তারা এমন আচরণ করতে থাকে যেন তাদের জন্য এক নিয়ম এবং অন্য সবার জন্য আরেক নিয়ম, তারপরেও এই জরিমানা তাদেরকে স্মরণ করাবে যে, কনজারভেটিভরাও শেষ পর্যন্ত তাদের ভাগ পাবে।"
তবে ব্ল্যাকপুল সাউথের কনজারভেটিভ এমপি স্কট বেন্টন মিঃ সুনাকের পক্ষে গিয়ে বলেন, "সবাই ভুল করে"। তিনি যোগ করেন, "আমাদের সমাজের 'গুরুতর অপরাধ মোকাবেলায়' পুলিশের মূল নজর দেওয়া উচিত। এখানে আলদা কিছু হয়নি। প্রতি বছর লক্ষ লক্ষ ব্রিটিশ একই রকম ফিক্সড পেনাল্টির নোটিশ পায়।"
১৪ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা গাড়ি, ভ্যান এবং অন্যান্য পণ্যবাহী যানবাহনে সিটবেল্ট পরেছেন কিনা তা নিশ্চিত করার জন্য নিজেরাই দায়ী। অন্যদিকে, ১৪ বছরের কম বয়সী যাত্রীদের ক্ষেত্রে ড্রাইভার লক্ষ্য রাখবেন। এই নিয়মের বাইরে রয়েছে চিকিৎসার কারণে সিটবেল্ট পরতে অক্ষম এমন ডাক্তারের সার্টিফিকেট থাকা ব্যক্তি, অথবা পুলিশ, ফায়ার বা অন্যান্য উদ্ধার পরিষেবার জন্য ব্যবহৃত গাড়ি।
সূত্র: বিবিসি