ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ৭২ বছর বয়সী 'সন্দেহভাজন' মারা গেছেন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লুনার নিউ ইয়ার উদযাপনকালে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির গাড়িকে পুলিশ ঘিরে ফেলার পর ওই ব্যক্তি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন। স্থানীয় শেরিফ সন্দেহভাজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শনিবার (২১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের কাছের একটি শহর, মনটেরি পার্কের একটি ডান্স স্টুডিও ও ক্লাবে লুনার নিউ ইয়ারের অনুষ্ঠানে হামলা করেন বন্দুকধারী এক ব্যক্তি। ওই সময় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বন্দুকধারী ডান্স ক্লাবে ঢুকেই নির্বিচারে গুলি চালিয়েছেন এবং তার কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ ছিল বলে তাদের ধারণা।
বন্দুক হামলায় নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন পুরুষ এবং পাঁচজন নারী। নিহতদের বেশিরভাগেরই বয়স পঞ্চাশ বা ষাটের কোঠায়। সেই সাথে হামলায় আরও দশজন আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, ৭২ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম হু কান ত্রান। মনটেরি পার্কে হামলার পর তিনি কাছেই আরেকটি নাচের ভেন্যুতে যান, কিন্তু সেখানে ক্লাবের লোকজন তাকে ধরে ফেলে তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার পর তিনি পালিয়ে যান।
লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িটিকে ঘিরে ফেলার পর সেটির চালক গুলি চালিয়ে আত্মহত্যা করেন। গাড়িটির চালকের আসনের পাশের জানালায় বুলেটের আঘাতের অন্তত দুটি চিহ্ন দেখা গেছে।
লস অ্যাঞ্জেলেস টাইমস ঘটনাস্থলের কাছের একটি রেস্টুরেন্টের মালিকের বরাতে জানায়, তার রেস্টুরেন্টে আশ্রয় নেওয়া লোকজন তাকে বলেছেন, মেশিনগান হাতে নিয়ে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেছেন তারা।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, "সন্দেহভাজন ব্যক্তি নিজেই নিজেকে গুলি করেছেন এবং ঘটনাস্থলেই মারা গেছেন।"
এ নিয়ে যুক্তরাষ্ট্রে গত এক মাসে পঞ্চমবারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটল। এর আগে গত মে মাসে টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুক হামলায় ২১ জন নিহত হন। গত নভেম্বরে কলোরাডোর একটি নৈশ ক্লাবে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।