ইউক্রেনে পশ্চিমা ট্যাংক ধ্বংস করলে ৭২ হাজার ডলার দেওয়ার ঘোষণা রাশিয়ান কোম্পানির
ইউক্রেনে যেসব রাশিয়ান সেনারা প্রথম কোনো পশ্চিমা ট্যাংক ধ্বংস বা আটক করতে পারবে, তাদেরকে নগদ পাঁচ মিলিয়ন রুবল বা প্রায় ৭২ হাজার মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে একটি রাশিয়ান কোম্পানি। খবর রয়টার্স-এর।
উরালভিত্তিক রাশিয়ান কোম্পানি ফোরেস জার্মানির তৈরি লেপার্ড ২ অথবা যুক্তরাষ্ট্রের তৈরি আব্রামস ট্যাংক 'আটক বা ধ্বংস' করলে রাশিয়ান সশস্ত্রবাহিনীর সদস্যদের জন্য এ নগদ অর্থ প্রদানের ঘোষণা দেয়।
আগামী মাসগুলোতে ইউক্রেনে কয়েক ডজন অত্যাধুনিক ট্যাংক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আরও কয়েকটি ইউরোপীয়ান দেশ।
এ সিদ্ধান্তের সমালোচনা করে ক্রেমলিন এটিকে যুদ্ধের জন্য বিপজ্জনক তীব্রতা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছে। আর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ফ্রন্টলাইনে ট্যাংকগুলো 'পুড়তে' থাকবে।
ফোরেস আরও জানিয়েছে, প্রতিটি প্রথম সফল আঘাত পরবর্তী হামলাগুলোর জন্য সৈন্যরা পাঁচ লাখ রুবল (৭,২০০ ডলার) করে পাবেন। রয়টার্স'র তথ্য অনুযায়ী, বর্তমানে এক ডলারের মূল্যমান ৬৯.৫৭ রুবলের সমান।
এছাড়া পশ্চিমাবিশ্ব যদি কখনো ইউক্রেনকে তাদের যুদ্ধবিমান দেয়, তাহলে এসব বিমান ধ্বংস করার জন্য ১৫ মিলিয়ন রুবল (২১৫,০০০ ডলার) পরিশোধ করা হবে বলেও জানিয়েছে রুশ কোম্পানিটি।
পশ্চিমা ট্যাংকগুলো এখনো কিয়েভের হাতে আসেনি। ইউক্রেনে এসব ট্যাংক পৌঁছাতে আরও কয়েক মাস লেগে যেতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া এখন পর্যন্ত কয়েকশ পশ্চিমা অস্ত্র ধ্বংস করার দাবি করেছে। কিন্তু এসব দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেন।