ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে গোল্ডম্যান স্যাকসকে টাকা পরিশোধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকা ব্যাংক গোল্ডম্যান স্যাকসকে মালয়েশিয়ার সরকারের সাথে তাদের মীমাংসিত সিদ্ধান্তকে সম্মান জানানোর দাবি করেছেন। তিনি জানিয়েছেন ওয়াল স্ট্রিট প্রতিষ্ঠানটির মামলার মীমাংসিত শর্তাবলী তাদের ইচ্ছানুযায়ী ঠিক করার জন্য তাদের অর্থনৈতিক ক্ষমতাকে ব্যবহার করা উচিৎ নয়।
গোল্ডম্যান স্যাকসের মতো প্রতিষ্ঠানের কারণেই মালয়েশিয়ার মতো সার্বভৌম রাষ্ট্রের তহবিলে এরকম কারচুপি হয়েছে বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কোন আন্তর্জাতিক সাক্ষাৎকারে ব্লুমবার্গ টেলিভিশনের হাসলিন্দা আমিনের সাথে এ কথা জানান তিনি।
"আমার একমাত্র আবেদন হলো মালয়েশিয়ার সাথে তাদের এই চুক্তি মিটিয়ে ফেলা, কারণ ওয়ানএমডিবি সম্পর্কে পুরো বিশ্ব এখন জেনে গিয়েছে। এসব ঘটনা নিয়ে বইও লেখা হয়েছে এবং আমার মনে হয় গোল্ডম্যান স্যাকসের উচিৎ মালয়েশিয়ার সাথে চুক্তি করে এই কেলেঙ্কারি থেকে মুক্ত হওয়া।"
এশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ কাঁপিয়ে দেওয়া মাল্টি-বিলিয়ন ডলারের ১এমডিবি কেলেঙ্কারি হয়েছিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মাধ্যমে। ২০২০ সালে গোল্ডম্যান স্যাকস এই কেলেঙ্কারিতে তাদের অংশগ্রহণের কথা স্বীকার করে।
"এখানে আমার কোন উদ্দেশ্য নেই, আমি এখানে একেবারেই নতুন। আমি কেবল পুরনো দ্বন্দ্বগুলো মেটাতে চাই। আমাদের পুরনো যে প্রতিশ্রুতি ছিল, সেগুলো ঠিক করতে চাই। আমাদের এই কেলেঙ্কারি থেকে বেরিয়ে আসতে হবে," বলে জানান আনোয়ার ইব্রাহিম। তিনি আরও যোগ করেন, "তবে তারা যদি এটি নিয়ে চাপ প্রয়োগ করতে থাকে, তবে আমার কিছু করার থাকবে না। আমার জনগণের প্রতি আমার দায়িত্ব আছে, আর আমার জনগণের বেঁচে থাকতে কষ্ট হচ্ছে। এবং আপনার হাতে যখন হাজার হাজার বিলিয়ন ডলার প্রফিট পড়ে রয়েছে, তখন আপনি আপনার নৈতিক দায়িত্ব আর আর্থিক দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না।"