মলদোভার আকাশ হয়ে ইউক্রেনে হামলা চালাল রাশিয়ান মিসাইল
মলদোভার আকাশসীমার মধ্য দিয়ে মিসাইল নিক্ষেপ করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন ও মলদোভা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি'র।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবারের (১০ ফেব্রুয়ারি) 'বড়' আক্রমণে ৭১টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া, যার মধ্যে ৬১টি ভূপাতিত করেছে এটি।
কিয়েভের একজন শীর্ষ জেনারেল বলেছেন, কিছু মিসাইল রোমানিয়ার ওপর দিয়েও উড়ে গেছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে রোমানিয়া। পরে একই দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, মিসাইলগুলো ন্যাটোর প্রতি একটি 'চ্যালেঞ্জ'কে প্রতিনিধিত্ব করে। রোমানিয়া ন্যাটোর একটি সদস্য দেশ।
বিবিসি রাশিয়ার একজন মুখপাত্রের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করলে তিনি এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার বলে এড়িয়ে যান।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
মলদোভা এ মিসাইল উড্ডয়নকে 'লঙ্ঘন' হিসেবে বর্ণনা করে রাশিয়ার রাষ্ট্রদূতকে ব্যাখ্যার জন্য তলব করেছে। এর আগে অক্টোবরে একই ঘটনার পরও এ কাজ করেছিল দেশটি।
রুশ মিসাইল মলদোভার আকাশ এমন দিনেই অতিক্রম করল, যেদিন অর্থনৈতিক টালমাটালের মাঝে দেশটির সরকার একযোগে পদত্যাগ করেছে।
অন্যদিকে, রোমানিয়া জোর দিয়ে জানিয়েছে, রাশিয়ার কোনো মিসাইল 'কখনোই' রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি।
কিন্তু টেলিগ্রাম-এর এক পোস্টে জেলেনস্কি দাবি করেন, রোমানিয়ায় রাশিয়ার মিসাইলের কারণে অনেকে 'হতাহত' হয়েছেন। যদিও তিনি কোনো সংখ্যা জানাননি।
ছয়টি অঞ্চলে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে রাশিয়ার হামলার পর বর্তমানে ব্ল্যাকআউট চলছে ইউক্রেনে।
কেবল খারকিভের পূর্বাঞ্চলেই ১৫০,০০০টি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সাতজন আহত হয়েছেন।