ইউক্রেনে রাশিয়ার ৩৬ মিসাইল, এপ্রিলের মধ্যে বাখমুত দখলের পরিকল্পনা
ইউক্রেনে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সবচেয়ে বড় তেল শোধনাগার ক্রেমেনচাকে রাশিয়ান মিসাইল আঘাত করেছে বলে জানিয়েছে কিয়েভ। খবর রয়টার্স-এর।
এদিকে ওয়াগনার মার্সেনারি দলের প্রধান পূর্বাভাস দিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে বাখমুত দখল করতে পারে রাশিয়া।
ইউক্রেনের বিমানবাহিনীর দাবি অনুযায়ী, ইউক্রেনে প্রায় ৩৬টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। এগুলোর মধ্যে ১৬টির মতো মিসাইল ভূপাতিত করেছে দেশটি।
ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার মিসাইলগুলোর মধ্যে তিনটি কেএইচ-৩১ মিসাইল ও একটি অনিক্স মিসাইল ছিল। এ ধরনের মিসাইল ভূপাতিত করার সক্ষমতা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই।
এদিকে মলদোভার পুলিশ জানিয়েছে, তারা আবার ইউক্রেনের সীমান্তবর্তী স্থানে মিসাইলের বিধ্বস্ত অংশ পেয়েছে।
সর্বশেষ এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া দক্ষিণ ও পূর্ব ইউক্রেন এলাকায় ভূমিতে আক্রমণ বৃদ্ধি করেছে। ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে রাশিয়ার নতুন করে আক্রমণের প্রস্তুতি দেখা যাচ্ছে।
এপ্রিলেই বাখমুত দখল: ওয়াগনার
যুদ্ধে রাশিয়ার বর্তমান মনোযোগ দনেৎস্কের ছোট শহর বাখমুতের ওপর। বাখমুতে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে রাশিয়ার ভাড়াটে সৈন্যগোষ্ঠী ওয়াগনার।
সম্প্রতি একটি সামরিক ব্লগে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন বলেন, আগামী মাসে বা এপ্রিলে রাশিয়ান বাহিনীর হাতে বাখমুতের পতন ঘটতে পারে।
বাখমুত দখল করতে পারলে ইউক্রেনের দুই বড় শহর ক্রামাতর্স্ক ও স্লোভিয়ানস্ক দখলে এগিয়ে যেতে পারবে রাশিয়া। কিন্তু ইউক্রেন ও এর মিত্ররা বলছে, বাখমুত বিজয় করতে পারলেও ইতোমধ্যে এ শহরে অভিযান চালাতে গিয়ে যথেষ্ট ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়া।