বিবিসির বিরুদ্ধে কর অনিয়মের অভিযোগ ভারতের কর কর্মকর্তাদের
ভারতের ট্যাক্স কর্মকর্তাদের দাবি অনুযায়ী তারা ভারতের বিবিসির অফিসগুলো থেকে পাওয়া হিসাবের খাতায় অনিয়ম খুঁজে পেয়েছেন।
তাদের বিবৃতিতে বিবিসির নাম সরাসরি উল্লেখ না করা হলেও এই সপ্তাহে তিন দিনব্যাপী বিবিসির দিল্লী এবং মুম্বাইয়ের অফিসে অভিযান চালানোর পরই এই বিবৃতি দেওয়া হয়।
বিবিসি জানিয়েছে তারা ট্যাক্স কর্মকর্তাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবে। ট্যাক্স কর্মকর্তাদের সাথে যেকোনো ব্যাপারে সরাসরি যোগাযোগ রাখবে।
বিবিসির একটি ডকুমেন্টারি নিয়ে ভারতে আলোচনা-সমালোচনা হওয়ার মধ্যেই বিবিসির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
গত শুক্রবার ভারতের আয়কর বিভাগ জানায়, তারা 'একটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম কোম্পানি'র দিল্লী এবং মুম্বাইয়ের অফিসে একটি 'জরিপ' চালিয়েছে, যারা 'হিন্দি, ইংরেজিসহ অন্যান্য ভারতীয় ভাষায় কন্টেন্ট তৈরি করে'।
তাদের বিবৃতি অনুযায়ী গণমাধ্যম প্রতিষ্ঠানটি ভারতে যে বিশাল আকারে কার্যক্রম চালায়, তার সাথে তাদের উল্লেখ করা আয় ও লাভ সামঞ্জস্যপূর্ণ নয়।
ট্যাক্স কর্মকর্তারা তাদের বিবৃতিতে জানিয়েছেন, বেশ কিছু খাতে রেমিট্যান্স হিসেবে আসা অর্থের ট্যাক্স পরিশোধ করা হয়নি, যেগুলোকে ভারতে থাকা বিদেশি কোম্পানিগুলোর ক্ষেত্রে আয় হিসেবে ধরা হয়।
তিন দিন ধরে অভিযান চালার পর বৃহস্পতিবার বিবিসি তাদের বিবৃতিতে জানায়, "আমরা কর্তৃপক্ষের সাথে সহযোগিতা চালিয়ে যাবো এবং আশা করবো এই বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধান হোক।"
"আমরা আমাদের কর্মীদের পাশে আছি, যাদের অনেকেই দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন এবং এ কারণে তাদেরকে সারারাত অফিসে থাকতে হয়েছে। তাদের সুস্থতা আমাদের মূল অগ্রাধিকার।"
"আমাদের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে এবং আমরা ভারতসহ অন্যান্য জায়গায় থাকা আমাদের দর্শক-পাঠকদের কাছে আমাদের সেবা চালিয়ে যাচ্ছি।"
"বিবিসি একটি বিশ্বাসযোগ্য, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান এবং আমরা আমাদের সহকর্মী ও সাংবাদিকদের পাশে রয়েছি, যারা কোনো ধরনের ভয় বা অনুগ্রহ ছাড়াই সাংবাদিকতা চালিয়ে যাবে।"
বিবিসির ডকুমেন্টারি 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' কেবল যুক্তরাজ্যেই টেলিভিশনেই ব্রডকাস্ট করা হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সরকার ভারতের জনগণের কাছে যেন পৌঁছাতে না পারে সেজন্য এটিকে ব্লক করেছে। তারা একে উল্লেখ করেছে 'ঔপনিবেশিক মানসিকতা'য় দেখা 'শত্রুতাপূর্ণ প্রোপাগান্ডা এবং ভারতবিরোধী আবর্জনা' হিসেবে।
সূত্র: বিবিসি