ইউক্রেনে বাইডেনের সফরের মাঝে রাশিয়া যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিবিদ
সোমবার যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে দেশটিতে গিয়েছেন, তখন চীনের শীর্ষ কূটনীতিবিদ রাশিয়ার পথে যাত্রা করেছেন। খবর সিএনএন-এর।
গত মাসে ওয়াং ই শি জিনপিংয়ের শীর্ষ পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসেবে পদোন্নতি পান। এ সপ্তাহে তার মস্কোতে পৌঁছানোর কথা রয়েছে। ইউরোপে আটদিনব্যাপী সফরে বেরিয়েছেন তিনি।
আগামী শুক্রবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের এক বছর পূর্তির আগে এ দুই সফর বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনাকে স্পষ্ট করে তুলেছে।
যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক ক্রমশ হ্রাস পাচ্ছে। অতি সম্প্রতি মার্কিন আকাশে চীনের গোয়েন্দা বেলুনের কারণে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে চীন ও রাশিয়ার সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি নিবিড় এখন।
এক বছর আগে চীন ও রাশিয়ার দুই শীর্ষ নেতা তাদের বন্ধুত্বকে 'সীমাহীন' বলে বর্ণনা করেন। আর এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশদুটির বৈরী মনোভাব।
মস্কোর সঙ্গে বেইজিংয়ের এ গভীর সম্পর্ক উদ্বেগ তৈরি করেছে পশ্চিমা রাজধানীগুলোতে। গত শনিবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ইউরোপীয় কর্মকর্তাদের 'বন্ধুগণ' সম্বোধন করে ওয়াং চীনের শান্তির প্রতি অঙ্গীকারকে আবারও স্মরণ করিয়ে দেন।
চীনের মূলধারার সংবাদ অনুষ্ঠানগুলোর দাবি, যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধকে স্বেচ্ছায় দীর্ঘায়িত করছে, কারণ এর ফলে দেশটির অস্ত্রনির্মাতারা প্রচুর লাভবান হচ্ছেন। এ প্রচারণার সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রের দিকে প্রচ্ছন্ন ইঙ্গিত করে ওয়াং বলেন, 'আমরা আগুনে ঘি ঢালি না, এবং এ সংকট থেকে কারও স্বার্থোদ্ধারের বিরুদ্ধে আমরা।'
ইউরোপে দীর্ঘকালীন শান্তি আনার জন্য কী ফ্রেমওয়ার্ক থাকা উচিত, নিজেদের কৌশলগত স্বশাসন স্পষ্ট করার জন্য ইউরোপের কী ভূমিকা পালন করা উচিত — এসব নিয়ে ইউরোপীয় কর্মকর্তাদের ভাবার আহ্বান জানান ওয়াং।
ইউক্রেন যুদ্ধের প্রথম বার্ষিকীতে বেইজিংয়ের একটি 'রাজনৈতিক বিবৃতি' প্রস্তাব উন্মুক্ত করার পরিকল্পনার কথাও কনফারেন্সে ঘোষণা করেন ওয়াং।
কিন্তু এ প্রস্তাবের বিষয়টি পশ্চিমা নেতারা সন্দেহের চোখেই দেখছেন। 'চীন যে রাশিয়ার সঙ্গে কাজ করছে না, এ বিষয়ে আমাদের আরও প্রমাণের দরকার। সেরকম কিছু আমরা এখনও দেখতে পাচ্ছি না,' শনিবার সিএনএনকে বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন।
মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন রোববার মিউনিখে সিবিএসকে বলেছেন, চীন রাশিয়ার সেনাবাহিনীকে 'প্রাণঘাতী সমর্থন' প্রদানের মাধ্যমে মস্কোর সঙ্গে সম্পর্ককে আরেকধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে।
'আমরা তাদেরকে খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, এটি আমাদের জন্য এবং আমাদের সম্পর্কের জন্য মারাত্মক একটি সমস্যা তৈরি করবে,' ব্লিংকেন বলেন।
ব্লিংকেনের এ অভিযোগের পাল্টা জবাব দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি 'দায়িত্ব সরিয়ে দেওয়া, দোষ চালাচালি ও মিথ্যা তথ্য ছড়ানোর জন্য' যুক্তরাষ্ট্রের কড়া নিন্দা জানিয়েছে।
'কারা আলোচনা ও শান্তির আহ্বান করছে? আর কারা ছুরি বাড়িয়ে দিয়ে লড়াইকে আরও উৎসাহিত করছে? আন্তর্জাতিক সম্প্রদায় সেটা খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছে,' মন্ত্রণালয়টির একজন মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন।
শনিবারের কনফারেন্সে ওয়াংয়ের সঙ্গে অনানুষ্ঠানিক এক সাক্ষাৎকারে ব্লিংকেন যুক্তরাষ্ট্রের উদ্যোগের কথা জানিয়ে ওয়াংকে চীনের এ ধরনের পদক্ষেপের 'প্রভাব ও ফলাফল' সম্পর্কে সতর্ক করে দেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ সত্য হলে রাশিয়ার প্রতি চীনের সমর্থন একলাফে অনেকটা বেড়ে যাবে এবং চলমান যুদ্ধ আরও বিপদজনক ও ভয়ানক রূপ নেবে।