ইন্দোনেশিয়ার জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ড, নিহত ১৭
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পার্টামিনা পরিচালিত একটি ডিপোতে শুক্রবার (৩ মার্চ) আগুন লেগে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন শহরের প্রধান অগ্নিনির্বাপক ইউনিটের এক কর্মকর্তা। খবর রয়টার্সের।
গতকাল স্থানীয় সময় রাত ৮টার পর আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ডিপোর আশেপাশের কিছু বাড়িঘরেও আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ঘনবসতিপূর্ণ এলাকাটির বাসিন্দারা।
পার্টামিনার এক মুখপাত্র শুক্রবার গভীর রাতে জানান, রাত সাড়ে ১০টার দিকে আগুন নেভানো হয়।
ডিপোর আগুন নেভার পরেও বসত বাড়ির আশেপাশে আগুন দেখা যায় বলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন দমকল স্টেশনের এক কর্মকর্তা।
অগ্নিনির্বাপক ইউনিটের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এছাড়া, আরেক শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
জাকার্তার ভারপ্রাপ্ত গভর্নর হেরু বুদি হার্তোনো সাংবাদিকদের বলেন, বেশিরভাগ আহত ব্যক্তিই দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার খরচ সরকার দেবে বলে জানান তিনি।
জাকার্তার প্রধান ফায়ার স্টেশনের কল সেন্টার জানায়, উত্তর জাকার্তার প্লাম্পাং এলাকায় ৫১টি ইউনিট পাঠিয়েছে তারা। আগুনের মাত্রাও তীব্র ছিল বলে জানানো হয়।
এদিকে পার্টামিনা এক বিবৃতিতে জানিয়েছে, এ অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্ত করা হচ্ছে এবং উদ্ধার কার্যক্রম চলছে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয় অনুসারে, জ্বালানি ডিপোটির ধারণক্ষমতা ৩,০০,০০০ কিলো-লিটারের বেশি।