জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬
জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারী একাই এলোপাথাড়ি গুলি চালিয়েছে এবং ইতোমধ্যেই মৃত বলে ধারণা করা হচ্ছে।
জার্মান গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঘটে যাওয়া এ হামলায় অন্তত ৬ থেকে ৭ জন নিহত হয়েছেন। তবে এদের মধ্যে হামলাকারী ব্যক্তিও আছে কিনা তা নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর মোটিভ সম্পর্কে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামবুর্গ শহরের গ্রোস বরস্টে জেলার ডিয়েবুগা নামক সড়কে অবস্থিত জিহোভা'স উইটনেস নামক গির্জায় বন্দুক হামলার এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে একজন মৃত ব্যক্তিকে খুঁজে পেয়েছে। তাদের বিশ্বাস, ওই ব্যক্তি অপরাধীদের একজন হতে পারেন এবং পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
হামলার পরপরই গির্জার চারপাশ ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনী। এছাড়াও, আশেপাশের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং তাদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে গুজব না ছড়ানোর বার্তাও দিয়েছে পুলিশ। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
জিহোবা'স উইটনেসেস হলো খ্রিস্টান-ভিত্তিক ধর্মীয় আন্দোলনের সদস্য। যুক্তরাষ্ট্রে উনিশ শতকের শেষের দিকে চার্লস টেজ রাসেলের নেতৃত্বে এই সম্প্রদায়টি প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।