তিন বছর ধরে বিনামূল্যে গণপরিবহন সেবা দিচ্ছে ইউরোপের সবচেয়ে ধনী দেশ
ইউরোপের ছোট রাষ্ট্র লুক্সেমবার্গের নাগরিকরা গত তিন বছর ধরে বিনামূল্যে গণপরিবহনের সুবিধা ভোগ করছে। খবর ইউরোনিউজ-এর।
নতুন এই সরকারি উদ্যোগটি বেশ ব্যয়বহুল হলেও ট্রাম, বাস ও ট্রেন ব্যবহারকারী সব লুক্সেমবার্গবাসীই এ ব্যবস্থা নিয়ে খুশি।
লুক্সেমবার্গ সিটির একজন ট্রাম ব্যবহারকারী ইউরোনিউজকে বলেন, 'এটা যেহেতু ফ্রি, তাই গণপরিবহন ব্যবহার করব নাকি প্রাইভেট কার, সে সিদ্ধান্ত দ্রুত নেওয়া সহজ হয়।'
লুক্সেমবার্গ একদিকে যেমন অত্যন্ত ধনী রাষ্ট্র, অন্যদিকে তেমনি দেশটির জনসংখ্যাও কম। এ কারণে দেশটির পক্ষে বিনামূল্যে গণপরিবহন দেওয়া সহজ হয়েছে।
লুক্সেমবার্গের জনসংখ্যা মাত্র ৬ লাখ ৪০ হাজারের মতো। আর বিশ্বব্যাংকের তথ্যানুসারে, মাথাপিছু জিডিপির হিসাবে দেশটির মাথাপিছু বার্ষিক আয় ৯৯ হাজার ইউরো। যেখানে ফ্রান্সের ক্ষেত্রে তা ৩৫ হাজার ২০০ ইউরো।
বিনামূল্যে গণপরিবহন বেশ ব্যয়বহুল। এ কারণে ধনীদের তুলনামূলক বেশি কর দিতে হয়।
লুক্সেমবার্গ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও লড়াই করছে। দেশটির জনগণকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে ট্রেন ও বাস ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত গাড়ির ব্যবহারই লুক্সেমবার্গে বেশি। যদিও অনেকে বিনামূল্যে গণপরিবহন ব্যবহারের কথা ভাবছেন।
ফ্রান্স থেকে আসা একজন ট্রাম ব্যবহারকারী বলেন, 'এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দাদের, বিশেষ করে বেলজিয়াম, জার্মানি ও ফ্রান্স সীমান্তের বাসিন্দাদের জন্য ভ্রমণ সহজ হয়ে গেছে। ফ্রান্সে আমাদের জন্য এরকম ব্যবস্থা নেই।'