৩ জুলাই গড়ল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড!
গত ৩ জুলাই (সোমবার) পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড করা হয়েছে। এদিন প্রথমবারের মতো বিশ্বের গড় তাপমাত্রা সর্বোচ্চ ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। খবর বিবিসির।
ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশনের বিজ্ঞানীরা রেকর্ড তাপমাত্রার এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বৈশ্বিক গড় তাপমাত্রার নতুন এ রেকর্ড ঊনবিংশ শতাব্দীর শেষদিকে যান্ত্রিক রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। এরমধ্যে ২০১৬ সালের আগস্টে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞানীরা মনে করেন, 'এল নিনো' নামে পরিচিত প্রাকৃতিক আবহাওয়াগত পরিস্থিতির সৃষ্টি এবং মানুষের তৈরি কার্বন ডাই অক্সাইডের ক্রমাগত নির্গমন বৈশ্বিক তাপমাত্রাকে আশঙ্কাজনক হারে বাড়িয়ে দিচ্ছে।
এতে করে তৈরি হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার একের পর এক রেকর্ড। চলতি বছরেই বিশ্বের উষ্ণতম জুন মাসের রেকর্ড করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকেই গবেষকেরা সমুদ্র ও স্থলভাগে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল। তারই ফলশ্রুতিতে চলতি সপ্তাহে চীন তীব্র তাপদাহের সম্মুখীন হচ্ছে।
চীনের কোথাও কোথাও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেও তাপদাহের ফলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবার উত্তর আফ্রিকায় ৫০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে জলবায়ু গবেষক লিয়ন সিমন্স বলেন, "প্রথমবারের মতো বৈশ্বিক গড় তাপমাত্রা ১৭ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে যাওয়ার বিষয়টি ক্রমবর্ধমান উষ্ণ পৃথিবীর জন্য একটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন এল নিনোর 'উষ্ণ পর্যায়' শুরু হওয়ায় ধারণা করা হচ্ছে যে, আগামী দেড় বছরে আরও বহু দৈনিক, মাসিক ও বাৎসরিক রেকর্ডের তৈরি হবে।"
বিশ্বে নানা অঞ্চলে উচ্চ তাপমাত্রার প্রভাব চরমভাবে অনুভূত হচ্ছে। চলতি বছরে যুক্তরাজ্য সবচেয়ে উষ্ণতম জুন মাসের সাক্ষী হয়েছে। ইউক্রেনের ভারনাডস্কি রিসার্চ বেজের তথ্য অনুযায়ী, অ্যান্টার্কটিকায় জুলাই মাসের সর্বোচ্চ ৮.৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এ সম্পর্কে ইউনিভার্সিটি অফ লাইপজিগের কারস্টেন হসটিন বলেন, "চলতি জুলাই মাস সর্বকালের সবচেয়ে উষ্ণতম মাস হওয়ার সম্ভবনা রয়েছে। সর্বকালের বলতে ১২০,০০০ বছর আগে সুদীর্ঘ ইমিয়াম শুরুর সময়ের থেকে বলা হচ্ছে।"
কারস্টেন হসটিন আরও বলেন, "যদিও পৃথিবীর দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে কিছুটা কমবে। তবে চলতি জুলাই এবং পরবর্তী আগস্ট মাসে আরও উষ্ণ দিন হওয়ার সম্ভবনা রয়েছে। কেননা এল নিনো এখন পুরোদমে চলছে।"