মাস্কের পিঠ টান! জাকারবার্গের সঙ্গে লড়াইয়ের আগে ঘাড় ও পিঠের সমস্যার কথা জানালেন
ইলন মাস্ক ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গের সঙ্গে তার খাঁচাবন্দি লড়াই তিনি টুইটারে (অধুনা 'এক্স') সরাসরি সম্প্রচার করবেন। তবে লড়াইয়ের তারিখ ঠিক করার আগে মাস্ক তার ঘাড় ও মেরুদণ্ডের ওপরের অংশ চিকিৎসককে দেখিয়ে নিতে চান।
রোববার (৬ আগস্ট) রাতে এক টুইটে তিনি লেখেন, 'তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি। কাল আমি ঘাড়ে ও পিঠের ওপরের অংশে এমআরআই করাচ্ছি।'
'লড়াইয়ের আগে হয়তো অস্ত্রোপচার লাগতে পারে। এ সপ্তাহে জানতে পারব,' মাস্ক আরও জানান।
এর আগে রোববার এক টুইটে মাস্ক ঘোষণা দেন, তার ও জাকারবার্গের মধ্যকার লড়াইটি এক্স-এ সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি আরও জানান, এ লড়াই থেকে যা আয় হবে সেগুলো 'প্রবীণদের দাতব্যসংস্থায় দেওয়া হবে'।
তবে অনেক আগে থেকেই জাকারবার্গের সঙ্গে লড়াইয়ের জন্য অনুশীলন করছিলেন মাস্ক। গত জুলাইয়ে কানাডার ইউএফসি ফাইটার জর্জ সেন্ট-পিয়েরে এক টুইটে লিখেছিলেন, মাস্কসহ আরও দুজনের সঙ্গে তিনি একটি 'দুর্দান্ত প্রশিক্ষণ সেশন' কাটিয়েছেন।
এছাড়া গত শুক্রবারে মাস্ক লাইভে এসে ডাম্বেল উত্তোলন করেছেন। সেখানে তাকে ৪৫ পাউন্ড (২০.৪১ কেজি) ওজনের ডাম্বেল তোলার কথা গর্বভরে বলতে শোনা যায়।
২০২২ সালের মার্চ মাসে একজন সুমো কুস্তিগীরের সঙ্গে লড়াইয়ের ছবি পোস্ট করেছিলেন ইলন মাস্ক। সে সময়ই তিনি ঘাড় ও পিঠের সমস্যার কথা জানিয়েছিলেন।