পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন মাস্ক: দ্য নিউ ইয়র্কার
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। পেন্টাগন কর্মকর্তাদের সঙ্গে এক ফোনালাপের সময় এ তথ্য নিজেই জানিয়েছিলেন স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান স্পেসএক্সের এই মালিক। সোমবার (২১ আগস্ট) দ্য নিউ ইয়র্কারের এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স যুদ্ধকবলিত ইউক্রেনের বাহিনীকে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। এই পরিষেবার ব্যাপারেই পেন্টাগন কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল মাস্কের।
গত অক্টোবরে, রাশিয়ার দখল করে নেওয়া জায়গাগুলোতে প্রবেশ করলে স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশনের স্টারলিংক পরিষেবার সংযোগ হারায় ইউক্রেনীয় বাহিনী। তখন এ বিষয়ে পেন্টাগনের তৎকালীন শীর্ষ কর্মকর্তা কলিন কাহলের সঙ্গে আলাপ হয় মাস্কের। সে সময় পুতিনের সঙ্গে সরাসরি কথা বলার এ তথ্যটি মাস্ক নিজেই তাকে দিয়েছিলেন।
নিউ ইয়র্কারের প্রতিবেদন অনুযায়ী, কাহলের অনুমান, মাস্ক তখন কিছুটা বিচলিত হয়ে উঠছিলেন যে, স্টারলিংকের সম্পৃক্ততার বিষয়টি রাশিয়া ভালোভাবে নেবে না। কারণ এতে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন কিছুটা সুবিধা পাচ্ছে। এবং এ কারণে তিনি (মাস্ক) রাশিয়াকে শান্ত করার উপায় খুঁজছিলেন।
এ বিষয়ে মাস্কের মন্তব্যের জন্য ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হলে তাতে সাড়া দেননি তিনি। অন্যদিকে, গত মাসে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ফিরে এসেছেন কাহল। এ বিষয়ে মন্তব্যের জন্য তার সঙ্গেও যোগযোগ করা হয়। মাস্কের মতো তিনিও মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেননি।
প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জেফ জার্গেনসেন এক ই-মেইল বার্তায় বলেছেন, "আমরা এর কভারেজ এবং ইন্টারেস্ট সম্পর্কে সচেতন এবং এই বিভাগ এ ধরনের পরিষেবার জন্য স্টারলিংকের সাথে চুক্তি করে থাকে। যেমনটি আমরা আগেও বলেছি, সংবেদনশীলতার কারণে এই মুহূর্তে আমরা এ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করতে পারছি না।"
এর আগে, গত অক্টোবরে স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টি অস্বীকার করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) করা এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে মহাকাশ সম্পর্কে মাত্র একবার কথা হয়েছিল তার, তাও সেটি প্রায় ১৮ মাস আগে।
ইউক্রেন নিয়ে মাস্কের শান্তি পরিকল্পনা প্রকাশের পর দ্য ইউ ইয়র্কার ম্যাগাজিন বিতর্কিত এই বিষয়টি আবারও আলোচনায় নিয়ে এসেছে। ক্রেমলিন মাস্কের শান্তি পরিকল্পনার প্রশংসা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর সমালোচনা করেছেন।
এর পরপরই, ইউক্রেনীয় সেনারা স্টারলিংক বিভ্রাটের সম্মুখীন হন এবং ইউক্রেনে এই পরিষেবা বজায় রাখতে অর্থায়ন বন্ধের হুমকি দেন মাস্ক।
পরে স্পেসএক্স অনুরোধ জানায়, ইউক্রেনে স্টারলিংক পরিষেবা চালু রাখতে যেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিল পরিশোধের উদ্যোগ নেয়; পরবর্তীতে মাস্কের সিদ্ধান্তে পরিবর্তন আসে এবং এই উদ্যোগে তিনি অর্থায়ন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এরই ধারাবাহিকতায় গত জুন মাসে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে মাস্কের কোম্পানির চুক্তি হয়।