ইউক্রেনে এবার ব্রিটিশ চ্যালেঞ্জার ২ ট্যাংক ধ্বংস
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিধ্বস্ত ট্যাংকের ভিডিও বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করেছে, ধ্বংসপ্রাপ্ত ওই ট্যাংকটি ব্রিটিশনির্মিত চ্যালেঞ্জার ২ ট্যাংক।
প্রতিরক্ষাবিষয়ক পশ্চিমা একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ইউক্রেনযুদ্ধে ব্রিটিশদের সরবরাহ করা ওই ট্যাংকটি প্রাথমিকভাবে মাইন হামলায় অচল হয়ে পড়ে।
মাইন বিস্ফোরণের ফলে ট্যাংকটির পেছনের জ্বালানিট্যাংকে আগুন ধরে যায়। এরপর ট্যাংকের চারজন ইউক্রেনীয় ক্রু নিরাপদে সরে যান।
ওই সূত্র আরও জানায়, অচল ট্যাংকটিতে তারপর একটি রুশ ল্যান্সেট লয়টারিং ড্রোন হামলা চালালে চ্যালেঞ্জার ২ পুরোপুরি বিধ্বস্ত হয়।
২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর এ প্রথমবারের মতো সুনিশ্চিতভাবে কোনো চ্যালেঞ্জার ২ ট্যাংককে ফ্রন্টলাইনে দেখা গেল।
ভিডিওতে দেখা গেছে, ট্যাংকটির কাঠামোর বিভিন্ন অংশে আগুন জ্বলছে ও প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে।
তবে 'বিবিসি ভেরিফাই' ট্যাংকটি কোথায় ও কখন বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।
বিবিসি বিভিন্ন বিশেষজ্ঞ ও নির্ভরযোগ্য রেফারেন্স ছবি ব্যবহার করে চ্যালেঞ্জার ২-এর পরিচয় শনাক্ত করেছে।
চ্যালেঞ্জার ২-এর টারেটের আকৃতি অন্য ট্যাংকের মতো হলেও এর গান সাইটটি সম্পূর্ণ ভিন্ন ধরনের।
এছাড়া পশ্চিমা ট্যাংকগুলোর মধ্যে কেবল চ্যালেঞ্জার ২-এর পেছনেই বাহ্যিক জ্বালানিট্যাংক রয়েছে।
গত এপ্রিলে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা নথি থেকে জানা গেছে, চ্যালেঞ্জার ২ ট্যাংক কেবল ইউক্রেনের এলিট ব্রিগেড ৮২ এয়ার অ্যাসল্ট ব্রিগেডকে সরবরাহ করা হয়েছিল।
জানুয়ারি মাসে যুক্তরাজ্য ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার ২ ট্যাংক সরবরাহ করার কথা জানায়।
১৯৯০-এর দশকে তৈরি করা ব্রিটিশ এ ট্যাংকটি ইউক্রেনের অস্ত্রভান্ডারে থাকা অন্যতম আধুনিক ও সক্ষম ট্যাংক।