মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত: প্রেসিডেন্ট মুইজ্জু
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু বলেছেন, দেশটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে ভারত সরকার।
মালদ্বীপের 'ভারত প্রথম' নীতি বদলে দেওয়ার অঙ্গীকার করে নির্বাচনের ক্যাম্পেইন চালিয়েছিলেন মুইজ্জু। গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচতি হন তিনি। তার নির্বাচনী ইশতেহারে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের কথা ছিল।
মালদ্বীপে বর্তমানে ভারতীয় সশস্ত্রবাহিনীর ৭৫ জনের মতো সদস্য রয়েছেন।
রোববার (৩ ডিসেম্বর) মুইজ্জু সাংবাদিকদের বলেন, 'আমাদের আলোচনায় ভারত সরকার ভারতীয় সেনাদের সরিয়ে নিতে রাজি হয়েছে। উন্নয়ন প্রকল্প সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করতে আমরা উচ্চ পর্যায়ের একটি কমিটি স্থাপন করার ব্যাপারেও রাজি হয়েছি।'
কপ২৮ জলবায়ু সম্মেলনে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে সাইডলাইনে আলোচনার পর এ মন্তব্য করেন মালদ্বীপের রাষ্ট্রপতি।
ভারত মালদ্বীপকে কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করে, প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতা করে। এছাড়া দেশটিতে একটি নেভাল ডকইয়ার্ড স্থাপনেও সহায়তা করছে।
নয়াদিল্লিতে ভারত সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে এবং উভয়পক্ষ ভারতের সরবরাহকৃত সহায়তার গুরুত্বের কথা স্বীকার করেছে।
তবে এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে রোববার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।