৯০ সেকেন্ড আগে পরীক্ষা শেষ হওয়ায় দক্ষিণ কোরিয়ায় সরকারের বিরুদ্ধে মামলা শিক্ষার্থীদের
নির্ধারিত সময়ের দেড় মিনিট আগে কলেজের ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।
এ পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের জন্য এক বছরের পড়ালেখার খরচের ক্ষতিপূরণ হিসেবে তারা সবাই আলাদাভাবে ২০ মিলিয়ন ওয়ান (১৫ হাজার ৪০০ ডলার) করে দাবি করছেন।
শিক্ষার্থীদের আইনজীবীর অভিযোগ, সময়ের এ ভুল শিক্ষার্থীদের বাকি পরীক্ষায় প্রভাব ফেলেছে।
দক্ষিণ কোরিয়ার কলেজে ভর্তি হওয়ার সুনেয়াং নামক কুখ্যাত আট ঘণ্টার পরীক্ষায় একাধিক বিষয়ে পরপর পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদেরকে।
বিশ্বের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষা এটি।
এ পরীক্ষা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে মেধাক্রম ও চাকরি নির্ধারণ করার পাশপাশি তাদের ভবিষ্যৎ সম্পর্কেও প্রভাব রাখে। শিক্ষার্থীদের পরীক্ষায় মনোযোগ দিতে পরীক্ষার দিন দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়, শেয়ারবাজার দেরিতে খোলে।
এ বছরের পরীক্ষার ফলাফল গত ৮ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল।
মঙ্গলবার অন্তত ৩৯ শিক্ষার্থীর করা ওই মামলায় দাবি করা হয়, পরীক্ষার প্রথম বিষয় কোরিয়ান-এর পরীক্ষার সময় রাজধানী সিউলের একটি কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার ঘণ্টা কিছুটা আগে পড়েছিল।
অনেক শিক্ষার্থী এর তাৎক্ষণিক প্রতিবাদ করলেও পরীক্ষাকেন্দ্রের সুপারভাইজার উত্তরপত্র নিয়ে নেন। পরবর্তী পরীক্ষা শুরু হওয়ার আগমুহূর্তে শিক্ষকেরা এই ভুল ধরতে পারেন।
তখন দুপুরের খাবারের বিরতির সময় দেড় মিনিট বেশি দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রের খালি জায়গাগুলো পূরণ করতে পারেননি, এবং বিদ্যমান কোনো উত্তরও পরিবর্তন করার অনুমতি পাননি।
শিক্ষার্থীরা জানান, তারা বিষয়টি নিয়ে এতটাই বিমর্ষ হয়ে গিয়েছিলেন যে পরের পরীক্ষাগুলোতে তারা আর মনোযোগ দিতে পারেননি। জানা গেছে, অনেক শিক্ষার্থী হাল ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যান।
শিক্ষার্থীদের আইনজীবী কিম উ-সুক স্থানীয় গণমাধ্যমকে বলেন, শিক্ষা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেনি।
তবে ঘণ্টা আগে পড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মামলা করার ঘটনা এটাই প্রথম নয়। এপ্রিলে সিউলের একটি আদালত একদল শিক্ষার্থীদেরকে সাত মিলিয়ন ওয়ান (পাঁচ হাজার ২৫০ টাকা) ক্ষতিপূরণের নির্দেশ দেন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, ২০২১ সালে সুনেয়াং পরীক্ষায় শেষ ঘণ্টা প্রায় ২ মিনিট আগে পড়েছিল।