২০২৩ সালের শীর্ষ ১০ এআই টুলস!
২০২৩ সালকে অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বছরও বলে থাকে। কেননা বছরটিতে একদিকে প্রযুক্তিটির অকল্পনীয় উন্নতি হয়েছে। অন্যদিকে এটিকে ঘিরে তৈরি হয়েছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা।
বহু নেতিবাচক মন্তব্যের ভিড়েও মানুষ এআইয়ের ব্যবহার থেকে দূরে থাকেনি। বরং ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রায় ১৪ বিলিয়ন বার শুধু চ্যাটবট প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি ব্যবহার করা হয়েছে।
অনলাইন কন্টেন্ট রাইটিং কোম্পানি রাইটারবাডি.এআই কর্তৃক সম্প্রতি প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত এআই প্ল্যাটফর্ম হিসেবে ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি শীর্ষস্থান অধিকার করেছে।
জরিপটি করার ক্ষেত্রে রাইটারবাডি ৩ হাজারেরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার টুলকে জনপ্রিয় এসইও সফটওয়্যার এসইএমরাশ দিয়ে বিশ্লেষণ করেছে। এরপর সবমিলিয়ে শীর্ষ ৫০ টি টুল বাছাই করেছে যেগুলোতে সর্বমোট ২৪ বিলিয়ন বার ভিজিট হয়েছে। এরমধ্যে বেশিরভাগ ব্যবহারকারীই পুরুষ।
২০২৩ সালের শীর্ষ এআই টুলস:
১. চ্যাটজিপিটি
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট
মোট ভিজিট: ১৪.৬ বিলিয়ন
২. ক্যারেক্টার.এআই
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট
মোট ভিজিট: ৩.৮ বিলিয়ন
৩. কুইলবট
টুল ক্যাটাগরি: এআই রাইটিং
মোট ভিজিট: ১.১ বিলিয়ন
৪. মিডজার্নি
টুল ক্যাটাগরি: ইমেজ জেনারেটর
মোট ভিজিট: ৫০০.৪ মিলিয়ন
৫. হাগিং ফেইস
টুল ক্যাটাগরি: ডেটা সাইন্স
মোট ভিজিট: ৩১৬.৬ মিলিয়ন
৬. বার্ড
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট
মোট ভিজিট: ২৪১.১ মিলিয়ন
৭. নোভেল এআই
টুল ক্যাটাগরি: এআই রাইটিং
মোট ভিজিট: ২৩৮.৭ মিলিয়ন
৮. ক্যাপকাট
টুল ক্যাটাগরি: ভিডিও জেনারেটর
মোট ভিজিট: ২০৩.৮ মিলিয়ন
৯. জানিটর এআই
টুল ক্যাটাগরি: এআই চ্যাটবট
মোট ভিজিট: ১৯২.৪ মিলিয়ন
১০. সিভিটাই
টুল ক্যাটাগরি: ইমেজ জেনারেটর
মোট ভিজিট: ১৭৭.২ মিলিয়ন
চলতি বছর প্ল্যাটফর্ম হিসেবে চ্যাটজিপিটি অবশ্য বেশকিছু বিতর্কে জড়িয়েছে। এরমধ্যে প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা থেকে শুরু করে এইআইয়ের নেতিবাচক প্রভাবের মতো বিষয়গুলো অন্যতম। তবুও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে প্ল্যাটফর্মটি।
বিপরীতে গুগলের বার্ড ও কুইলবট চ্যাটজিপিটির মতো ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে অসাধারণ সব দক্ষতা থাকার কারণে প্ল্যাটফর্ম দুটিও প্রযুক্তি বিশ্বে আলোচনায় রয়েছে।
প্রান্তিক মানুষকে এআই স্কিলের প্রশিক্ষণ প্রদান করা অলাভজনক প্রতিষ্ঠান এলান্ডইউ-এর প্রতিষ্ঠাতা সুসান গনজালেস সিএনবিসিকে বলেন, "এআই প্ল্যাটফর্মগুলো আপনার ব্যবসার উন্নতি করবে। একইসাথে গ্রাহকের আচরণ বিশ্লেষণ করতে কিংবা প্রতিযোগিতামূলক বুদ্ধিমত্তা অর্জনে সহায়তা করতে পারে।"
গনজালেস আরও বলেন, "ক্ষুদ্র ব্যবসায় বিপণন ও বিজ্ঞাপনের ক্ষেত্রে এআই টুলগুলি ব্যবহার করা যেতে পারে। এতে করে নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে।"
গনজালেস জানান, এআই কীভাবে কাজ করে তা বোঝার জন্য অনেকগুলি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এগুলো পরবর্তীতে একজনকে এআইয়ের টিউটর হতে সাহায্য করবে।