২০২৩ সালে গুগল সার্চের শীর্ষ ১০ তারকা
২০২৩ সালে বিশ্বজুড়ে বহু ঘটনাই আলোড়ন তৈরি করেছে। সেক্ষেত্রে এই ঘটনাগুলোর সাথে সংশ্লিষ্ট তারকাও ছিলেন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আর তাই তাদের নিয়ে ইন্টারনেটে বেশি সার্চ হবে সেটাই স্বাভাবিক।
তারই ধারাবাহিকতায় গত বছরের সর্বোচ্চ সার্চের তালিকা প্রকাশ করেছে গুগল। এক্ষেত্রে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তা ভাগ করা হয়েছে। যেমন, সর্বোচ্চ সার্চকৃত খবর (গাজায় যুদ্ধ), মৃত্যু (ম্যাথু পেরি), অভিনেতা (জেরেমি রেনার), খেলোয়াড় (দামার হ্যামলিন), ভিডিও গেইমস (হগওয়ার্টস লিগ্যাসি), সিনেমা (বার্বি), সংগীতশিল্পী (শাকিরা), স্পোর্টস টিম (ইন্টার মিয়ামি), টিভি সিরিজ (দ্য লাস্ট অফ আস) ইত্যাদি।
এক্ষেত্রে সকল ক্যাটাগরি মিলিয়ে সর্বোচ্চ সার্চ করা ১০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। যার শীর্ষে রয়েছেন মার্কিন ফুটবল তারকা দামার হ্যামলিন। আর মাত্র দুইজন নারী রয়েছে এই সংক্ষিপ্ত তালিকায়।
১. দামার হ্যামলিন
দামার হ্যামলিনের প্রেমের জীবন নিয়ে ভক্তদের রয়েছে তুমুল আগ্রহ। তবে এটির ওপর ভিত্তি করেই তিনি ২০২৩ সালের সর্বোচ্চ সার্চকৃত ব্যক্তিদের তালিকায় প্রথমে উঠে আসেননি। বরং গত বছরের জানুয়ারি মাসে ২৫ বছর বয়সী এই এনএফএল তারকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
দামারের ক্লাবের নাম বাফেলো বিলস; খেলাটি ছিল মূলত সিনসিনাটি বেঙ্গলসের বিরুদ্ধে। অসুস্থতার ঘটনায় মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে খুবই আশঙ্কাজনক অবস্থায় প্রায় এক সপ্তাহ ভর্তি ছিলেন তিনি।
সাত মাসের বিরতির পর গত আগস্টে দামার অসুস্থতা কাটিয়ে মাঠে ফেরেন। অক্টোবর মাসে অফিসিয়াল একটি ম্যাচে খেলতে নেমে হ্যামলিন বলেন, "আমি ফুটবল খেলতে সবচেয়ে বেশি পছন্দ করি। তাই এটি খেলার ফের সুযোগ পেয়ে আমি বেশ খুশি।"
২. জেরেমি রেনার
৫২ বছর বয়সী তারকা জেরেমি রেনার এভেঞ্জারস সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তবে এই তারকা গত জানুয়ারি মাসে এক আকস্মিক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন।
জেরেমি মূলত মেশিন দিয়ে তার বাড়ির প্রবেশদ্বারের তুষার পরিষ্কার করছিল। তখন এই অভিনেতা নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ট্রাকের সাথে ধাক্কা খায়। এটি এতটাই মারাত্মক ছিল যে, একটু হলে তিনি মারাই যেতেন। এমতাবস্থায় দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেই সময়টাতে তার লক্ষ লক্ষ ভক্ত ইন্টারনেটে প্রতিনিয়ত তার শারীরিক অবস্থায় খোঁজ রেখেছেন।
দুর্ঘটনার পর জেরেমি প্রথম উপস্থিত হয়েছিলেন লস এঞ্জেলসে, তার অভিনীত নতুন সিরিজ 'রেনারভেশনস' এর রেড কার্পেট ইভেন্টে। সেখানে সাংবাদিকদের এই তারকা বলেন, "আমার ৩০ টিরও বেশি ভাঙা হাড়গুলি ঠিক হয়ে যাবে, শক্তিশালী হবে। ঠিক যেমন পরিবার ও বন্ধুদের সাথে ভালোবাসা ও বন্ধন গভীর হয়।"
৩. এন্ড্রু টেট
৩৭ বছর বয়সী এন্ড্রু টেট একজন বিতর্কিত ইনফ্লুয়েন্সার। সমকামী, যৌনতাবাদী ও নারীবিদ্বেষী মন্তব্যের জন্য তাকে একাধিকবার বহু সোশ্যাল মিডিয়াতে নিষিদ্ধ করা হয়েছে। ২০২২ সালে যৌন পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে রোমানিয়ায় গ্রেফতার করা হয়।
২০২৩ সালেও বেশ কয়েকবার সংবাদে জায়গা করে নিয়েছেন এন্ড্রু টেট। গত বছরের শুরুতে ইলন মাস্ক এই সাবেক কিকবক্সিং চ্যাম্পিয়নের ওপর থেকে টুঁইটারের নিষেধাজ্ঞা তুলে নেন। এটা বেশ সমালোচনার জন্ম দেয় এবং তাকে নিষিদ্ধের দাবি ওঠে।
অন্যদিকে গত আগস্ট মাসে রোমানিয়ার আদালত এন্ড্রু টেটের বিচার শুরু হওয়ার আগেই তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে। এর ফলে বহু সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা বিক্ষুব্ধ হয়েছে।
৪. কিলিয়ান এমবাপ্পে
২৫ বছর বয়সী ফ্রেঞ্চ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে বহুদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। বর্তমানে পিএসজিতে খেলতে থাকা এই ফুটবলার রেকর্ড ট্রান্সফার ফি-তে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কি-না সেটি নিয়ে জলঘোলা কম হয়নি। ক্রীড়া সাংবাদিকতার জগতে এটি এখন অন্যতম আলোচিত বিষয়।
এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পিএসজিতে থাকার জন্য এম্বাপ্পেকে নিজে ফোন করে অনুরোধ করেছেন। গুঞ্জন ছিল যে, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এমবাপ্পের জন্য একটি লোভনীয় চুক্তি প্রস্তুত করেছেন; যা তার পক্ষে প্রত্যাখ্যান করা অসম্ভব।
৫. ট্রাভিস কেলস
মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলস ২০২৩ সালের শুরুতেও ততটা আলোচিত ছিল না। তবে সম্প্রতি সংগীতশিল্পী টেইলর সুইফটের সাথে সম্পর্কে জড়ানোয় ইন্টারনেটের তাকে ঘিরে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। আর তাই তিনি গুগলের সার্চের তালিকায় শীর্ষ ১০ এর ভেতর চলে এসেছে।
ট্রাভিস কেলস ও টেইলর সুইফকে হাত ধরে একসাথে চলাফেরা করতেও দেখা যায়। আর এতেই সুইফট ভক্তরা এই তারকা খেলোয়াড়ের সম্পর্কে ইন্টারনেটে বিস্তারিত জানতে চাইছে।
৬. জেন্না ওরটেগা
মার্কিন তারকা অভিনেত্রী জেন্না ওরটেগা ২০২২ সালের নভেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের সিরিজ 'ওয়েডনেসডে' এ অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। গত বছরও ২১ বছর বয়সী এই তারকাকে নিয়ে দর্শকদের মাঝে আলোচনা চলতে থাকে।
কেননা গত মার্চ মাসে এক পডকাস্টে উপস্থিত হয়ে ওরটেগা জানান, 'ওয়েডনেসডে' সিরিজে তার যে চরিত্র ছিল, সেটি নিয়ে তিনি মোটেও খুশি নন। পরবর্তীতে এমন অসামঞ্জস্যপূর্ণ চরিত্রে আরও অভিনয় না করার কথাও বলেন তিনি।
ওরটেগার এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার তৈরি হয়। তবে গত নভেম্বরেই 'ওয়েডনেসডে' সিরিজের পরবর্তী সিজনে অভিনয়ের জন্য শিডিউল মেলাতে তিনি 'স্ক্রিম ৭' এর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন।
৭. লিল টে
কানাডিয়ান র্যাপার ও ইনফ্লুয়েন্সার লিল টে-এর সোশ্যাল মিডিয়াতে ৫.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তার প্রকৃত নাম ক্লেইরি হোপ। পাঁচ বছর আগে জনসম্মুখে নিজের বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি আলোচনায় আসেন।
গতবছর সোশ্যাল মিডিয়ায় ও ট্যাবলয়েডে হুট করেই লিলের মৃত্যুর খবর ছড়িয়ে পরে। যদিও সেটির পক্ষে তেমন কোনো শক্ত প্রমাণ ছিল না। পরবর্তীতে গুজব বন্ধে ১৬ বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার নিজেই জনস্মমুখে এসে খবরটি যে ভুল, সেটি নিশ্চিত করেন।
এক বিবৃতিতে লিল বলেন, "আমি এটা পরিষ্কার করতে চাই যে আমার ভাই ও আমি নিরাপদ আছি এবং বেঁচে আছি। কিন্তু আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি এবং কী বলবো সেটাও বুঝতে পারছি না। গত ২৪ ঘন্টা আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক। গতকাল সারা দিন আমি এই জগাখিচুড়িটি সমাধানের চেষ্টা করেছি। সেই সময় প্রিয়জনদের কাছ থেকে অবিরাম হৃদয়বিদারক এবং অশ্রুসিক্ত ফোন কল পেয়েছি।"
লিল দাবি করেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে ভুল তথ্য ছড়ানো হয়েছে। এরপর তিনি নিজের অ্যাকাউন্টটি উদ্ধার করে মৃত্যুর তথ্যটি মুছে ফেলেন। তবে প্রশ্ন থেকেই যায়, নিজের মৃত্যুর ভুয়া খবরটি জানাতে এই তারকা কেন ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন।
৮. ড্যানি মাস্টারসন
মার্কিন তারকা অভিনেতা ড্যানি মাস্টারসনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ। গত সেপ্টেম্বর মাসে তাকে এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। মোট ৩০ বছরের সাজা দেওয়া হয়েছে এই তারকাকে।
ঘটনার জেরে ড্যানিকে ডিভোর্স দিয়ে দেন স্ত্রী বিখ্যাত মডেল বিজু ফিলিপস। ঘটনা আরও বাজে দিকে মোড় নেয় যখন জানা যায় যে, তাকে বাঁচাতে ও বিচারকে প্রভাবিত করতে মিলা জুনিস ও অ্যাশ কুচার বিচারকের কাছে চিঠি পর্যন্ত লিখেছিলেন।
৯. ডেভিড বেকহ্যাম
গত বছরের অক্টোবর মাসে ফুটবল তারকা ডেভিড বেকহ্যামকে নিয়ে নেটফ্লিক্সে চার ঘণ্টার একটি ডকুমেন্টরি মুক্তি পায়। সিরিজটির একটি প্রিভিউতে এই কিংবদন্তি জানান, তিনি ওসিডিতে ভুগেছেন। কিন্তু এটি ছিল অন্যান্য অনেক অজানা তথ্যের মধ্যে একটি।
ভিডিওতে পেশাগত জীবনের পাশাপাশি স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সাথে তার সম্পর্কের দিকটিও তুলে ধরা হয়েছে। মোট চারটি চ্যাপ্টারে বিভক্ত ডকুমেন্টরিতে ফুটবল তারকার শৈশব, ম্যানচেস্টার ইউনাইটেডে যাত্রা শুরু, প্রেমের জীবন ও ইন্টার মিয়ামির অধ্যায়ের দিকটি তুলে ধরা হয়েছে। আর এইসব বিষয়াবলী তাকে গুগলের সার্চে সেরাদের তালিকায় নিয়ে এসেছে।
১০. পেড্রো প্যাসকেল
৪৮ বছর বয়সী চিলির তারকা পেড্রো প্যাসকেলের বহু আগে থেকেই অভিনয় জগতে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। তবে ২০২৩ সালে তার খ্যাতি যেন আরও বহুগুণে বেড়ে যায়। এক্ষেত্রে তার অভিনীত এইচবিও সিরিজ 'দ্য লাস্ট অফ আস' এর সফলতা অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কেননা সিরিজটির ভিউয়ারশীপ 'গেইম অফ থ্রোনস' কিংবা 'হাউজ অফ দ্য ড্রাগন' এর সমপর্যায়ে পৌঁছে যায়।
গত বছরের ফেব্রুয়ারিতে প্যাসকেল 'স্যাটারডে নাইট লাইভ' এর হোস্ট করেন। আর মে মাসে কান চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ড্রামা শর্ট ফিল্ম 'স্ট্রেঞ্জ ওয়ে অফ লাইফ' প্রিমিয়ার করা হয়। ফিল্মটিতে প্যাসকেল 'সিলভা' চরিত্রে আর ইথান হক 'শেরিফ জেক' চরিত্রে অভিনয় করেছেন।