কীভাবে সঠিক কেডস, জুতা ও বুট বাছাই করবেন এবং বেশিদিন টেকাবেন
এক জোড়া বুট কতদিন টিকবে?
ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলসের একজোড়া বুট দুই দশকের বেশি সময় টিকে আছে। তার প্রিয় টাসেল লাগানো পেনেলোপ চিলভার্সের বুটগুলো সম্প্রতি নেটফ্লিক্সের দ্য ক্রাউন সিরিজে কেটের (মেগ বেলামি) পায়ে দেখা যায়।
২০০৪ সালে কেট মিডলটন সর্বপ্রথম এই বুটজোড়া জনসমক্ষে পড়েছিলেন। এখনও এই বুটজোড়া তাকে পড়তে দেখা যায়।
যদি ভালভাবে তৈরি করা হয় এবং যত্ন নেওয়া হয়, তাহলে এক জোড়া জুতা কয়েক দশক স্থায়ী হতে পারে।
তরুণ বয়সে ওয়াসিমা গামাল তার বিয়ের দিন 'সিন্ডারেলা' জুতা পরার স্বপ্ন দেখেছিলেন। আমিনা মুয়াদ্দির ডিজাইন করা এই জুতায় কাঁচের মতো স্লিংব্যাক, তার উপর স্ফটিক-সজ্জিত ব্রুচ ও খুড়যুক্ত হিল ছিল। যার দাম ছিল প্রায় ৮৫০ পাউন্ড (১০৮০ ডলার)।
দাম বাজেটের অনেক বেশি হওয়ায় গামাল জুতা জোড়া কিনতে পারেননি।
এর পরিবর্তে তিনি 'বাই রোটেশন' নামের একটি অ্যাপের মাধ্যমে তার পছন্দের জুতা জোড়া ভাড়া নিয়েছিলেন।
গামাল বলেন, ''প্রথমবার আমি কোনো জিনিস ভাড়া নিয়েছিলাম, তাই ব্যপারটা কেমন হবে আমি তা বুঝতে পারছিলাম না। তবে এই অ্যাপ থেকে জুতা ভাড়া নেওয়া ও ফেরত দেওয়ার প্রক্রিয়া মোটামুটি সহজ ছিল।''
তিনি বলেন, ''আমাকে জুতা ভাড়াদাতার কাছে অনুরোধ জানিয়ে একটি ম্যাসেজ পাঠাতে হয়েছিল। আমার মনে আছে উদ্বেগ নিয়ে তাদের জবাবের অপেক্ষা করছিলাম। সৌভাগ্যক্রমে তারা আমার আবেদন গ্রহণ করেছিল।''
তিনি আরও বলেন, ''পরবর্তীতে দুশ্চিন্তা নিয়ে জুতা আসার অপেক্ষা করছিলাম। মূল অনুষ্ঠানের এক বা দুই দিন আগে জুতা জোড়া আমার কাছে এসে পৌঁছায়। তাদের এ সাহায্যের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।"
গামাল জানান, জুতাগুলো যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করার জন্য তিনি 'খুব সতর্ক' ছিলেন এবং তিন দিনের জন্য ১০৩ পাউন্ডের (১৩৩ ডলার) বেশি চার্জ না নেওয়া হবে কিনা এ ব্যাপারে দুশ্চিন্তা করছিলেন। তবে 'বাই রোটেশন' এর ঋণদাতাদের বারবার আশ্বস্ত করা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন।
অ্যাপটিতে প্রতি গ্রাহকের একটি প্রোফাইল থাকে এবং যাচাইকৃত ব্যবহারকারীর সম্পর্কে কিছু তথ্য থাকে (স্টার রেটিং থাকলে বুঝতে হবে তিনি জিনিস ভাড়া নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ)।
এছাড়া, ভাড়া নেওয়া জুতার যদি কোনো ক্ষতি হয় বা চুরি হয়, তবে 'বাই রোটেশন তার ঋণদাতাদের মেরামতের খরচসহ ক্ষতিপূরণ দিয়ে সহায়তা করে।
ভাড়া দেওয়া হলো ফ্যাশন আইটেমগুলোকে বাজারে চালু রাখার অন্যতম উপায়। নতুন পণ্যের অত্যধিক উত্পাদন এবং ব্যবহার রোধ করতে সহায়তা করে এটি।
সাসটেইনেবিলিটি কনসালটিং গ্রুপ কোয়ান্টিসের মতে, জুতা উৎপাদন ফ্যাশন শিল্পের পরিবেশগত ক্ষতির এক-পঞ্চমাংশের জন্য দায়ী এবং বৈশ্বিক কার্বন নির্গমনের ১.৪% উৎপন্ন করে তারা। যার মধ্যে উৎপাদন ও কাঁচামাল উত্তোলন সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে এবং এরপরও আমরা প্রচুর জুতা তৈরি করছি। বিশ্বব্যাপী প্রতি বছর ২৩ বিলিয়ন জোড়া জুতা তৈরি হয়।মার্কিন যুক্তরাষ্ট্রে জুতার চাহিদা সবচেয়ে বেশি। সেখানকার ব্যক্তিপ্রতি ৬.৯৮ জোড়া জুতা থাকে। এটি বন্ধ করার দরকার, কারণ এসব জুতার ৯০% এর ঠাঁই হয় ভাগাড়ে।
যুক্তরাজ্যের নর্থম্বারল্যান্ডে বসবাসকারী জ্যাক সিমুর বলেছেন, ''জুতা ও সাধারণ জীবনযাত্রার ব্যাপারে আমার মতামত হলো দ্রুত ফ্যাশন পরিবর্তনের চেয়ে উপযোগিতা অনুযায়ী জিনিস কেনা উচিত।''
তিনি বলেন, ''জুতা ছাড়া মেরামত করে ব্যবহার করা আমার অন্যতম প্রিয় আইটেম হলো সার্ফবোর্ড। এগুলো আমাকে অনেক আনন্দ দেয় এবং আমার জুতার মতো এগুলোকেও অনেক চাপ সইতে হয়। আমি বিখ্যাত ব্র্যান্ড থেকে ভাল দামে জিনিস কেনায় বিশ্বাসী এবং প্রয়োজনে মেরামত করার ব্যাপারে আমি দ্বিধা করি না।''
তিনি আরও বলেন, ''প্রতি মৌসুমে ফ্যাশন পরিবর্তিত হয়। আপনার নতুন কেনা জুতার তলা নোংরা হওয়ার আগেই আরেকটা আইটেম বাজারে বের হয়ে যায়। তাই এর সঙ্গে পাল্লা দেওয়া নিরর্থক।''
সিমুর বছরে দুবার প্রশিক্ষক হিসিবি 'এমওটি' পরিচালনা করেন।
তিনি জানান, ব্যবহৃত জুতা ভালোভাবে পরিষ্কার করে, ভেতরে খবরের কাগজ ভরে, ভালোভাবে শুকিয়ে তিনি তার জুতার যত্ন নেন। প্রয়োজনে তিনি জুতায় নতুন সোল লাগান।
তিনি আরও বলেন, ফিতা পরিবর্তন করলেও প্রশিক্ষকরা সতেজ বোধ করে। এতে পুরো জুতার স্টাইলই বদলে যায় এবং এগুলোকে প্রায় নতুন মনে হয়।
সিমুর জানান, তার জুতার রক্ষণাবেক্ষণের জন্য তিনি স্থানীয় একজন মুচির (জুতা মেরামতকারী) সাহায্য নেন।
তার স্ত্রী এমিলি কার্টার বলেছেন, গত পাঁচ বছরে জুতা কেনার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে।
তিনি জানান, জুতা তার পায়ে খুব আটোসাটো হয়ে গেলে তা বদলে ফেলার বদলে কার্টার সারারাত জুতার মধ্যে যতটা সম্ভব শক্ত করে সংবাদপত্র ঢুকিয়ে রাখেন।
এমিলি বলেন, 'মেরামত অবশ্যই সবসময় সস্তা বিকল্প নয়, তবে এটি আমাকে ভালো মানের জিনিস কিনতে উত্সাহিত করে। কারণ ভালো মানের জুতার কম মেরামত প্রয়োজন হয় এবং এমন শক্তিশালী উপকরণ থাকে, যা প্রয়োজন হলে বারবার মেরামত সহ্য করতে পারে।''
মেরামত ও পুনর্ব্যবহার
২০২০ সালের জুন মাসে ফ্রেঞ্চ স্নিকার ব্র্যান্ড 'ভেজা' বোর্দোতে একটি মেরামত ও রিসাইকেলিংয়ের দোকান খুলেছে। তারা কখনও লঞ্চ করা হয়নি ভেজার এমন প্রোটোটাইপ বিক্রি করে। প্রশিক্ষকেরা এখান থেকে কম দামে সামান্য ত্রুটিযুক্ত জুতা কিনতে পারে এবং ভেজা ও অন্যান্য ব্র্যান্ড থেকে কেনা জুতা মেরামত করার জন্য তাদের দোকানেই একজন মুচি রয়েছেন।
প্রশিক্ষকদের যেসব জুতা একবারেই মেরামত করা যায় না, তারা একটি পুনর্ব্যবহারযোগ্য বাক্সে সেগুলো রেখে যায়।
ভেজার সহ-প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান কোপ বলেন, ''আমরা ভেজা রিসাইক্লিং প্রোগ্রাম শুরু করেছি। আমরা বুঝতে পেরেছি মানুষ এমন অনেক জুতা ফেলে দেয়, যা পুরোপুরি নষ্ট হয়নি।''
তিনি বলেন, ''আমরা ভেজার পুরনো জুতাগুলো পুনর্ব্যবহারের জন্য সংগ্রহ করছিলাম এবং আমরা দেখলাম এগুলোকে কেবল সঠিকভাবে পরিষ্কার করা দরকার! তাই আমরা পুনর্ব্যবহারের আগে আরেকটি ধাপ অনুসরণ করি, তা হলো মেরামত করা।''
কোপ বলেন, ''মার্কিন যুক্তরাষ্ট্রে ফেলে দেওয়া পোশাক ও জুতার মাত্র ১৩.৬% রিসাইকেল করা হয়। তাই আমরা নিজেদের জিজ্ঞেস করেছিলাম আমরা যদি জুতার জীবনচক্র বাড়িয়ে তুলতে চাই, এজন্য আমাদের কী করতে হবে?''
তিনি বলেন, ''এরপরই আমরা দোকানে মুচি রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।''
মার্কিন ফ্যাশন ব্র্যান্ড রিফর্মেশন অক্টোবরে ভেজার সঙ্গে স্নিকার সংগ্রহ প্রকল্পে সহযোগিতা করেছিল।
জুতার এই ব্র্যান্ডটি প্রাথমিকভাবে ২০১৯ সালে যাত্রা শুরু করে, তবে তারপরে ব্রাজিলভিত্তিক একটি নতুন সাপ্লাই চেইনের সঙ্গে ব্র্যান্ডের মান পূরণ নিশ্চিত করার জন্য ২০২১ সাল পর্যন্ত তাদের উত্পাদন বন্ধ রাখে।
রিফর্মেশনের প্রধান উদ্ভাবন কর্মকর্তা অ্যালিসন মেলভিল বলেন, ''এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা জৈবভিত্তিক বিকল্পগুলোর মাধ্যমে আমাদের জুতাগুলোতে ব্যবহৃত ভার্জিন প্লাস্টিকের পরিমাণ ৭৫% হ্রাস করেছি এবং খামার স্তরে সরবরাহ চেইন ট্রেসিবিলিটি প্রসারিত করেছি।''
অলাভজনক ফুটওয়্যার কালেক্টিভের প্রতিষ্ঠাতা সদস্য রিফর্মেশন পোর্টল্যান্ডের লুপটওয়ার্কসের সঙ্গে একটি রিসাইক্লিং প্রোগ্রাম চালায়, যা সংস্কার করা জুতার ১০০% পুনর্ব্যবহার করে।
মেলভিল বলেন, "উপাদানের সংখ্যা, ব্যবহৃত উপকরণের ধরণ এবং সম্পর্কিত ব্যয়ের কারণে জুতা পুনর্ব্যবহারের জন্য খুব কম বিকল্প রয়েছে।''
তিনি বলেন, "আমরা আমাদের গ্রাহকদের তাদের জুতা পুনর্ব্যবহারের আগে যতদিন সম্ভব ব্যবহার করতে উত্সাহিত করি।''
লন্ডনভিত্তিক লেখিকা এমা ফার্থ ভিন্টেড বলেন, ''আমি বেশিরভাগ আমার নিজের জিনিস বিক্রি করি, তবে অনলাইন প্ল্যাটফর্মে জিনিস কেনার ক্ষেত্রে আমি মানসম্পন্ন ও টেকসই জিনিসের সন্ধান করি।''
অনলাইন মার্কেটের ফলে সেকেন্ডহ্যান্ড জিনিস কেনা বা বিশেষ অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া ভালো মানের জুতা খুঁজে পাওয়া সহজ হয়ে গেছে।
সেকেন্ডহ্যান্ড জিনিস ব্যবহারের ব্যাপারে আগ্রহী লুসিন্ডা দেবেনিশের চামড়ার বুটগুলো এর আরেকটি উদাহরণ।
প্রায় ২০ বছর আগে তিনি প্রথম থ্রিফ্ট-স্টোরের জুতা কিনেছিলেন।
তিনি বলেন, ''প্রয়োজন পড়লেই নতুন জিনিস কিনে ফেলার কোনো মানে নেই আমার কাছে। ফ্যাশন শিল্প কতটা কার্বন নিঃসরণ করে সে সম্পর্কে জানা, আমার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।''
তিনি আরও বলেন, 'এছাড়া এটি আপনার জন্য সাশ্রয়ীও। আমি অক্সফোর্ডের একটি দাতব্য দোকানে এক জোড়া চামড়ার স্কার্পা বুট কিনেছিলাম, যার দাম ছিল ৫ পাউন্ড (৬.৩০ ডলার)। এটা নতুন কিনতে গেলে আমার প্রায় ২০০ পাউন্ড (২৫৪ ডলার) খরচ হতো। কেনার পর আরও ১০ বছর এগুলো ব্যবহার করেছি আমি। আপনার যা প্রয়োজন তা ব্যবহারে যত্নশীল হোন এবং আপনাকে সর্বশেষ ট্রেন্ড যা চলছে তাই কিনতে হবে এ ধরনের অবান্তর চিন্তা ভুলে যান।''
এমিলি কার্টার তার এই মূল্যবোধের জন্য তার বাবার দেওয়া শিক্ষার কথা স্মরণ করেন।