গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েল ও হামাসের মধ্য চলমান যুদ্ধ বন্ধে অতিসত্বর পদক্ষেপ গ্রহণের ব্যাপারটি ছিল।
আরব দেশ আলজেরিয়া গতকাল (মঙ্গলবার) খসড়া প্রস্তাবটি নিয়ে আসে। সেক্ষেত্রে তেল আবিবের সবচেয়ে বড় মিত্র ওয়াশিংটন যে প্রস্তাবটির বিরোধিতা করবে সেটি অনেকটা নিশ্চিতই ছিল। বরং বাইডেন প্রশাসন পালটা ভিন্ন খসড়া প্রস্তাব নিয়ে এসেছে।
নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে মোট ১৩ টি দেশ যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভেটো প্রদান করেছে। আর যুক্তরাজ্য ভোট প্রদান থেকে বিরত ছিল।
এদিকে চলমান যুদ্ধে ফিলিস্তিন কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর উপত্যকাটির প্রায় ৮০ ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে অন্তত ৯ টি ভোট পক্ষে থাকতে হয়। তবে স্থায়ী সদস্য দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন) পক্ষ থেকে ভেটো দেওয়া হলে সেটি অনুমোদিত হয় না।
জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অবশ্য খসড়া প্রস্তাবে বাইডেন প্রশাসনের ভেটো প্রদানের পেছনে যুক্তি তুলে ধরেন। তার মতে এই প্রস্তাব পাশ হলে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, ইসরায়েল ও কাতারের মধ্যে চলমান যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে মধ্যস্থতার আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে গাজার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। সেখানে চলমান যুদ্ধে প্রায় ১৪ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। এক্ষেত্রে ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র; এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও বিষয়টি সরাসরি অস্বীকার করেছে ওয়াশিংটন।
প্রস্তাবটি উপস্থাপন করার সময় জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত অমর বেন্দজামা বলেন, "গাজায় যা চলছে তার পরিপ্রেক্ষিতে কাউন্সিল নিষ্ক্রিয় থাকতে পারে না। এক্ষেত্রে নীরবতা কোনো কার্যকর বিকল্প হতে পারে না।"
তিনি আরও বলেন, "যুদ্ধবিরতির এই প্রস্তাবটি সত্য ও মানবতার পক্ষের একটি অবস্থান। হত্যা ও ঘৃণা ছড়াতে সহায়তাকারীদের বিরুদ্ধে দাঁড়ানো। এর বিরুদ্ধে ভোট দেওয়ার অর্থ হল, তাদের ফিলিস্তিনিদের উপর বর্বর সহিংসতার অনুমোদন।"
অনুবাদ: মোঃ রাফিজ খান