প্রতিবাদ জানাতে গণহারে পাইলটদের 'অসুস্থতাজনিত ছুটি', ফ্লাইট কমাতে বাধ্য হলো বিমান সংস্থা
ভারতের অন্যতম শীর্ষ এয়ারলাইন ভিস্তারা পাইলটদের অনুপস্থিতির কারণে অধিক পরিমাণে ফ্লাইট বাতিল করার পাশাপাশি ফ্লাইটগুলো বিলম্বে পরিচালনা করছে।
৩১ মার্চ থেকে ভিস্তারার প্রায় ১৫০টি ফ্লাইট বাতিল এবং ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার সাথে এয়ারলাইন্সটি একীভূত হওয়ার পর থেকে এ পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে ভিস্তারার পাইলটরা অধিক পরিমাণে 'অসুস্থতাজনিত ছুটি' নেওয়ার কারণে এই ব্যাঘাত ঘটছে।
ভিস্তারা বলেছে, এটি পাইলটদের কর্ম-জীবনের ভারসাম্য রক্ষার জন্য ভালো ব্যবস্থা খুঁজছে।
ভিস্তারার একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এয়ারলাইনটি 'অস্থায়ীভাবে নেটওয়ার্ক ফিরিয়ে আনবে' এবং বাতিল করা ফ্লাইটের জন্য গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হবে।
দ্য হিন্দু সংবাদপত্রের তথ্যমতে, বুধবারের বৈঠকে ভিস্তারা সিইও বিনোদ কান্নান "ট্যাক্সিং শিডিউল" এর জন্য পাইলটদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং উদ্বেগগুলো সমাধানে তাদের "সহায়তা" চেয়েছিলেন।
ভিস্তারার বেশির ভাগ অংশীদারিত্ব টাটা গ্রুপের হাতে যেটি ২০২১ সালে ভারত সরকারের কাছ থেকে ২.২ বিলিয়ন ডলারে ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়া (পূর্বে ভারতের জাতীয় বাহন) কিনেছিল।
এখন টাটা গ্রুপ এয়ারলাইন ব্যবসাকে একীভূত করার উদ্দেশ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে একটি যৌথ উদ্যোগ নিয়েছে যেখানে ভিস্তারা ২৫.১ শতাংশ অংশীদারির জন্য ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে৷
গত কয়েক দিনের প্রতিবেদনে বলা হয়েছে, ভিস্তারার পাইলটরা একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেওয়া নতুন বেতন কাঠামো এবং কাজের সময় নিয়ে অসন্তুষ্ট হয়েছে।
পাইলটরা এলোমেলো রোস্টারিং অনুশীলনের অভিযোগ করেছেন যা তাদের কাজের চাপ বাড়িয়েছে। পাশাপাশি একীভূত হওয়ার পরে (যা আগামী বছর শেষ হবে) তাদের ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা অতিরিক্ত কাজের চাপে আছেন যার ফলে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
ভিস্তারার একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এয়ারলাইন স্বীকার করছে, "রোস্টারগুলো সর্বাধিক ব্যবহার করা হয়েছে" এবং এটি তার পাইলটদের জন্য একটি "ভালো কর্ম-জীবনের ভারসাম্য" নিশ্চিত করার জন্য রোস্টার সংশোধন করার চেষ্টা করছে।
এয়ারলাইনটি অবশ্য বলেছে, পাইলটদের অসুস্থ হওয়ার নতুন করে খবর আসেনি। এটি মার্চ মাসে ফ্লাইট বিলম্বের কারণ হিসেবে পরিকল্পিত রক্ষণাবেক্ষণ, খারাপ আবহাওয়ার মতো কারণকে দায়ী করেছে।