ইউক্রেন ফ্রন্টলাইনে ঝটিকা আক্রমণ চালাতে রাশিয়ার মোটরসাইকেল অ্যাসল্ট ইউনিট
ইউক্রেনের ৩য় অ্যাসল্ট ব্রিগেডের সৈনিক আন্দ্রি তার বিএমডব্লিউ মোটরসাইকেল ব্যবহার করছেন দোনেৎস্ক-এর যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে পণ্য সরবরাহ করার জন্য। তার মোটরসাইকেলটি এলাকার পাহাড়ি রাস্তার জন্য আদর্শ বাহন এবং তাকে দ্রুত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় পণ্য একস্থান থেকে অন্য স্থানে সরাতে সাহায্য করে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের রুশ প্রতিপক্ষের মতো দ্রুত আক্রমণের জন্য মোটরসাইকেল ব্যবহার করছে না।
চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা ও সার্ভেইলেন্স ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্রে ছোট এবং দ্রুত গতির যানবাহনের ওপর নির্ভরশীলতা বাড়ছে। পোকরোভস্ক ফ্রন্টের সৈন্যদের দেয়া সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এল পেইসের প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলাকে আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের সরিয়ে নিতে বগির (খারাপ রাস্তায় চলাচল করতে সক্ষম মজবুত দেহের হালকা ওজনের ছোট গাড়ি) মতো ছোট যান ব্যবহার করা হচ্ছে।
ইউক্রেনীয় এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন, রুশ সেনাবাহিনী গত এপ্রিল থেকে মোটরসাইকেল ব্যবহারে অগ্রসর হয়েছে। রুশ মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দোনেৎস্ক এবং জাপোরিঝিয়া ফ্রন্টে অবস্থিত রুশ ঘাঁটিতে অনেক মোটরসাইকেল দেখা গেছে। ড্রোন হামলা থেকে আরোহীদের রক্ষা করার জন্য কোনো কোনো মটরসাইকেলে ধাতব খাঁচা ব্যবহার করা হয়েছে, যা রুশ মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে। টেলিগ্রামে রুশ সৈন্যরা বৈদ্যুতিক মোটরসাইকেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন কারণ এর আওয়াজ তুলনামূলক কম এবং শনাক্ত করে ড্রোন হামলা চালানো কঠিন।
আন্দ্রি বলেন, "মোটরসাইকেলের ব্যবহার একটি ভালো কৌশল কারণ ড্রোন সেগুলোকে সহজে বাঁধা দিতে পারে না। এগুলোর শব্দ কম এবং সাঁজোয়া যান বা এসইউভির থেকে দ্রুত চলাচল করতে পারে। রুশরা মোটরসাইকেলের প্রচুর ব্যবহার করছে এবং ভালো করছে।"
দোনেৎস্ক ফ্রন্টের কোস্তিয়ানতিনিভকার ৯৩তম মেকানাইজড ব্রিগেডের একজন সার্জেন্ট ৮ জুন এটি নিশ্চিত করে বলেন, "রুশদের কাছে পদাতিক পরিবহনের জন্য সবকিছু আছে এবং এখন তাদের কাছে মোটরসাইকেল রয়েছে। এগুলো সবচেয়ে খারাপ কারণ এগুলো শনাক্ত করা কঠিন। এবং দূর থেকে আসা মোটরসাইকেলের শব্দ আমাদের সৈন্যরা শনাক্ত করতে পারে না।"
৯৩তম ব্রিগেড এবং ৩য় ব্রিগেডের সৈন্যদের মতে, রুশ ইউনিটগুলোর অভিজাত অ্যাসল্ট ইউনিটের আট সৈন্যের দল নিঃশব্দে সম্মুখ সারির ট্রেঞ্চে (পরিখা) পৌঁছাতে চারটি মোটরসাইকেল ব্যবহার করে। পাশাপাশি বা সন্ধ্যা বা রাতে সরাসরি আক্রমণ চালাতে প্রায়ই তারা মোটরসাইকেলের ব্যবহার করছে যা সহজে শনাক্ত করা যায় না।
ইউএস ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সামরিক বিশেষজ্ঞ রব লি এপ্রিলে বলেছিলেন, মোটরসাইকেল ব্যবহারের একটি সুবিধা রয়েছে কারণ সেগুলো দ্রুত ট্রেঞ্চে পৌঁছায় এবং শনাক্ত করা কঠিন। লি আরও বলেন, মটরসাইকেল দিয়ে আক্রমণ চালানোর সময় ক্যামেরা দিয়ে সজ্জিত আর্টিলারি এবং ড্রোন এর সাথে সমন্বয় করা হয়।
আন্দ্রি জানিয়েছেন, রুশরা আক্রমণ চালাতে কোয়াড (মোটরসাইকেলের মতো চার চাকার একটি মোটর যান) ব্যবহার করছে। মে মাসে পোকরোভস্ক ফ্রন্টে ১১টি কোয়াড নিয়ে রুশ সেনারা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার সম্মুখ সারি পার হলেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিটি কোয়াডে চারজন করে রুশ সেনা ছিলেন। তারা পেছন থেকে অতর্কিতে হামলা চালায় যেটি প্রতিরক্ষা ব্রিগেডের সৈন্যদের জন্য বড় আঘাত ছিল।
গতি এবং চলাচলের সুবিধা থাকা সত্ত্বেও দুর্বলতার কারণে ইউক্রেনীয় সামরিক বাহিনীতে মোটরসাইকেলের ব্যবহার হবে কিনা তা একটি বিতর্কের বিষয়।
আন্দ্রির মতো সৈন্যরা কিংবা ইউক্রেনীয় ট্যাংক কোম্পানির ইউক্রেনীয় কমান্ডার লিংকন (ছদ্মনাম) এর মতে, মোটরসাইকেল দ্রুত ফ্রন্টলাইনে পৌঁছাতে এবং আক্রমণ এড়াতে সক্ষম বহলেও এটি ব্যবহারে অনেক ঝুঁকি রয়েছে।
মিলিটারনি নামে ইউক্রেনীয় সামরিক বাহিনীর বিশেষ সংবাদমাধ্যম উল্লেখ করেছে, মোটরসাইকেলগুলো সহজে শনাক্ত করা না গেলেও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার অভাবের সেগুলো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য সংবেদনশীল থাকে। এতে ক্রু বা সৈন্যদের নিহত হওয়ার ঝুঁকি বেশি থাকে।
সামগ্রিকভাবে চলমান যুদ্ধে রুশ বাহিনীর কাছে বেশ বিপর্যস্ত অবস্থাতেই আছে ইউক্রেনীয় সেনারা। তাই ইউক্রেনের বর্তমান প্রতিরক্ষামূলক কৌশলে মোটরসাইকেল ব্যবহারের সুবিধাগুলো বর্তমান দুর্বলতাকে কমাতে পারবে কিনা তা নিয়ে বিতর্ক এখনো চলমান।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়