দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে নিহত ২২
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/06/24/3b20f6ffb7a647a3b4d4136ed4c1e3031-ezgif.com-avif-to-jpg-converter.jpg)
দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) সকালে রাজধানী সিউল থেকে প্রায় ৯০ মিনিট দক্ষিণ-পশ্চিমে হোয়াসিয়ং শহরের আরিসেল প্ল্যান্টে আগুন লাগে।
নিহতদের বেশিরভাগই বিদেশি, যাদের মধ্যে ১৮ জন চীনা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ইয়োনহাপ।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন এবং নিখোঁজ বেশ কয়েকজনের সন্ধানে তল্লাশি চলছে।
স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, একটি গুদামের ভেতরে থাকা ব্যাটারি সেল বিস্ফোরিত হওয়ার পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি জানিয়ে তিনি বলেন, গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি সেল মজুদ ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সোমবার বিকেলে কারখানাটি থেকে ধোঁয়ার বিশাল মেঘ উঠতে দেখা গেছে। তবে আগুন এখন অনেকটাই নিভিয়ে ফেলা হয়েছে।
টেলিভিশনের লাইভ ফুটেজে দেখা গেছে, দমকল কর্মীরা ক্ষতিগ্রস্ত ইস্পাত ও কংক্রিটের ভবনে স্প্রে করছেন, যেখানে উপরের তলার কিছু অংশ ধসে পড়েছে।
কিম বলেন, আগুনের তীব্রতা বেশি থাকায় গুদামের ভেতরে থাকা ব্যক্তিদের শনাক্ত ও উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।
আরও বিস্ফোরণের আশঙ্কায় প্রাথমিকভাবে বিস্ফোরণস্থলে প্রবেশ করাই চ্যালেঞ্জ হয়ে পড়ে।
স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং বিকাল ৩টা নাগাদ তা নিয়ন্ত্রণে আনা হয়।
২৩০০ বর্গমিটার বিস্তৃত একটি তিনতলা ভবন জুড়ে কারখানাটি অবস্থিত।
প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওলের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী লি স্যাং-মিন আশপাশের পরিবেশকে দূষিতকারী বিপজ্জনক রাসায়নিক প্রতিরোধে পদক্ষেপ নিতে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়া লিথিয়াম ব্যাটারি উৎপাদনে বিশ্বব্যাপী নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। এই শিল্প দেশটির প্রযুক্তি খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। অতীতে বেশ কয়েকটি দুর্ঘটনার পরে দেশটি তার সুরক্ষা রেকর্ড উন্নত করার চেষ্টা করছে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি