ট্রাম্প নির্বাচনী দল খুশি ঘটনা যেভাবে এগোচ্ছে
ট্রাম্প নির্বাচনী দল চলমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া রাজ্যের পরিস্থিতি নিয়ে খুশি। তাদের মতে, ট্রাম্প সেখানে প্রত্যাশার চেয়ে ভালো করছেন। রাজ্যটিতে ট্রাম্পেরই জয় হবে বলে তারা বিশ্বাস করছেন।
ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগো থেকে নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করছেন। পরিবারের সদস্যসহ ইলন মাস্ক এবং রবার্ট কেনেডি জুনিয়র এর মতো কয়েকজন ঘনিষ্ঠ সমর্থক ট্রাম্পের সঙ্গে রয়েছেন।
তবে পেনসিলভানিয়া রাজ্যে পরিস্থিতি তেমন ভালো নয়। সেখানে সোমবার দুটি ইভেন্ট হয়েছিল, কিন্তু সেখানে নারী ভোটারের সংখ্যা বেশি এবং তাদের মধ্যে অধিকাংশ কমলা হ্যারিসের পক্ষে ভোট দিয়েছেন।
পেনসিলভেনিয়া কমলা হ্যারিসের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজ্য। যদি তিনি রাজ্যটিতে হেরে যান, তবে ট্রাম্প নিশ্চিতভাবেই হোয়াইট হাউজের আরও কাছাকাছি চলে আসবেন। তাই সবার চোখ এখন এই রাজ্যের দিকে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনেকটা শেষের পর্যায়ে। এখন পর্যন্ত সব সাতটি সুইং রাজ্যসহ অধিকাংশ রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং ফলাফল আসতে শুরু করেছে।
দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টা) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩০ ইলেক্টোরাল কলেজ ভোট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০ ইলেক্টোরাল ভোট।