ট্রাম্পের ভোটারদের 'ফ্যাসিস্ট' বলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো ম্যাগাজিনের সম্পাদক চাকরি ছাড়লেন
ডোনাল্ড ট্রাম্পের ভোটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর সায়েন্টিফিক আমেরিকান ম্যাগাজিনের সম্পাদকীয় প্রধান লরা হেলমুথ পদত্যাগ করছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই-এ তিনি জানান, 'সাড়ে চার বছরের রোমাঞ্চকর সময়ের পর সায়েন্টিফিক আমেরিকান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি'।
এর আগে, ট্রাম্প জয়ী হওয়ার পর ব্লুস্কাই-এ তিনি ট্রাম্প ভোটারদের 'সবচেয়ে নিষ্ঠুর, বোকা, এবং বড় ধরনের বৈষম্যকারী' এবং 'ফ্যাসিস্ট' বলে অভিহিত করেন। তার এই মন্তব্যগুলো ভাইরাল হয়ে ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যাপক সমালোচনার শিকার হয়।
হেলমুথ পরে একটি আলাদা পোস্টে দুঃখ প্রকাশ করেন, এবং বলেন যে তার মন্তব্যগুলো 'অপমানজনক এবং অযৌক্তিক' ছিল এবং এগুলো সায়েন্টিফিক আমেরিকান এর অবস্থানকে প্রতিফলিত করে না।
তিনি আরও যোগ করেন, 'আমি রাজনৈতিকভাবে বিভিন্ন মতামতের মানুষকে সম্মান করি এবং মূল্যায়ন করি'। তিনি জানান, তার এই পোস্টগুলো ছিল নির্বাচনের ফলাফল সম্পর্কে হতাশা ও বিভ্রান্তির ভুল প্রকাশ।
সায়েন্টিফিক আমেরিকান এর প্রেসিডেন্ট কিম্বারলি লাউ একটি বিবৃতিতে জানান, হেলমুথের পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এবং তার স্থলাভিষিক্তের জন্য একটি অনুসন্ধান শুরু হয়েছে।
লাউ বলেন, 'লরা হেলমুথ তার পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার ৪ বছরের নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই, এর মধ্যে ম্যাগাজিনটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান যোগাযোগ পুরস্কার পেয়েছে এবং একটি নতুন ডিজিটাল নিউজরুম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।'
উল্লেখ্য, ১৭৯ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো ম্যাগাজিন সায়েন্টিফিক আমেরিকান।
তবে এ বছর, ম্যাগাজিনটির ইতিহাসে দ্বিতীয়বারের মতো, প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছে এবং ট্রাম্পকে 'জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বিপজ্জনক' এবং 'প্রমানবিহীন কল্পকাহিনীতে বিশ্বাসী' বলে মন্তব্য করেছে।