নর্ড স্ট্রিম ২ কিনে নিতে পারেন মার্কিন বিনিয়োগকারী: সার্বিয়ার প্রেসিডেন্ট
নাশকতায় ক্ষতিগ্রস্ত নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন আগামী এক বছরের মধ্যে একজন মার্কিন বিনিয়োগকারী কিনে নিতে পারেন এবং রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) জার্মান নিউজ আউটলেট হ্যান্ডেলসব্ল্যাট-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত গ্যাস পাইপলাইনটির ভবিষ্যৎ নিয়ে তার মতামত ব্যক্ত করেন তিনি।
ভুসিচ বলেন, 'আমার ধারণা, সর্বোচ্চ এক বছরের মধ্যে নর্ড স্ট্রিম একজন আমেরিকান বিনিয়োগকারীর মালিকানাধীন হবে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস যাবে।'
রাশিয়া থেকে শুরু হয়ে জার্মানি পৌঁছা পাইপলাইনটির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার কথাটা মাথায় রাখবেন। নর্ড স্ট্রিম চালু হবে এক বছরের মধ্যেই!'
গত মাসে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নর্ড স্ট্রিম ২ আগামী বছর নিলামে উঠলে সেটি কিনে নিতে মার্কিন ট্রেজারি বিভাগের অনুমতি চেয়েছেন দেশটির বিনিয়োগকারী স্টিফেন লিঞ্চ।
রাশিয়ান গ্যাস সরবরাহের জন্য নির্মিত পাইপলাইনটি ২০২২ সালের সেপ্টেম্বরে বাল্টিক সাগরে বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
লিঞ্চ প্রস্তাব করেছেন, এ পাইপলাইনের মালিকানা গ্রহণ দীর্ঘমেয়াদির মার্কিন স্বার্থের জন্য একটি কৌশলগত সুযোগ হতে পারে। তার মতে, পাইপলাইনের মালিকানা আমেরিকান সরকারকে ইউক্রেন সংকটের সমাধানে রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনায় চাপ প্রয়োগে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।
প্রতিবেদন অনুযায়ী, লিঞ্চ আরও বলেন, ১১ বিলিয়ন ডলার মূল্য নির্ধারিত নর্ড স্ট্রিম ২ কেনার মতো সুযোগ 'এক প্রজন্মে একবার পাওয়া যায়', যা ইউরোপীয় ইউনিয়নে জ্বালানি সরবরাহের বিষয়ে আমেরিকার নিয়ন্ত্রণ তৈরিতে সহায়তা করবে।
যদিও ২০২২ সালের হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি, পশ্চিমা গণমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশেষ অপারেশন দলই হামলাটি চালিয়েছিল।
মার্কিন সাংবাদিক সিমর হার্শ দাবি করেছেন, বাল্টিক অঞ্চলে ন্যাটোর মহড়ার সময় মার্কিন নৌবাহিনী পাইপলাইনে বিস্ফোরক বসিয়েছিল এবং এটি ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অতি সম্প্রতি একজন ড্যানিশ হার্বার মাস্টার গণমাধ্যম পলিটিকেন-কে বলেছেন, বিস্ফোরণের স্থানে গিয়ে তিনি মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি দেখেছেন, তবে সেগুলোর ট্রান্সপন্ডার বন্ধ ছিল।
মস্কো দাবি করছে, ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হিসেবে এ হামলায় যুক্তরাষ্ট্রের লাভ ছিল, এবং ওয়াশিংটনকেই তারা সম্ভাব্য অপরাধী হিসেবে দেখছে।
রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান সের্গেই নারিশকিন গত মাসে বলেন, নর্ড স্ট্রিম নাশকতায় মার্কিন ও ব্রিটিশ স্পেশাল সার্ভিসের সদস্যরা 'সরাসরি জড়িত' ছিলেন বলে তার সংস্থার কাছে তথ্য রয়েছে। তবে লন্ডন, ওয়াশিংটন এবং কিয়েভ তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে।