দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বানরকে দুষলেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/1739154437_1.jpg)
শ্রীলঙ্কার কলম্বোর দক্ষিণে একটি পাওয়ার স্টেশনে বানর ঢুকে পড়ায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের ঘটেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী। খবর বিবিসি'র।
জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোডি বলেছেন, "একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে আসায় সিস্টেমে অস্বাভাবিকতা তৈরি হয়েছে।"
বর্তমানে ২২ মিলিয়ন জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রে বিদ্যুৎ ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে। চিকিৎসা প্রতিষ্ঠান ও পানি পরিশোধন প্ল্যান্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রোববার স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হওয়া বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অনেকেই জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ পুনরুদ্ধারে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনার সমালোচনা করেছেন এবং মজা করেছেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, "কলম্বোর একটি সাবস্টেশনে সম্পূর্ণ বিপর্যয় ঘটানোর পর একটি দুর্বৃত্ত বানর শ্রীলঙ্কার পুরো বিদ্যুৎ গ্রিড অচল করে দিয়েছে।"
ডেইলি মিরর পত্রিকার প্রধান সম্পাদক জামিলা হুসেইন লিখেছেন, "শ্রীলঙ্কায় একমাত্র এমন ঘটনা ঘটতে পারে, যেখানে একটি পাওয়ার স্টেশনের ভেতরে বানরের মধ্যে লড়াই পুরো দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় ঘটে।"
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, প্রকৌশলীরা "বছর ধরেই" সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে আসছেন যে, বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণ না করলে বারবার বিদ্যুৎ বিপর্যয় ঘটবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, "জাতীয় বিদ্যুৎ গ্রিড এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে, আমাদের একটি লাইনে সমস্যা হলেই পুরো দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে।"
২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল।