কী আছে অগ্নিপথে? কেন প্রতিবাদে উত্তাল ভারত? মোদি আরও একবার হিসেবে বড় ভুল করেছেন?
গত মঙ্গলবার 'অগ্নিপথ' প্রকল্পের ঘোষণা দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার আগে দুই বছর ধরে সেনা সদস্যদের নিয়োগ বন্ধ রয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে দেড় লক্ষ শূন্যপদ রয়েছে। যা নিয়ে বিরোধী দলগুলোও বারবার কটাক্ষ করছে সরকারকে। তার মধ্যেই ঘোষিত হল এ নতুন প্রকল্প। যা কার্যত সেনার মধ্যেই আলাদা বাহিনীর জন্ম দিতে চলেছে। এই প্রকল্পে নিযুক্ত জওয়ানদের বলা হবে 'অগ্নিবীর'।
কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা খাতে সংস্কারের কথা বলছে। সেই সংস্কারের অংশ হিসেবে ইতোমধ্যেই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি 'অগ্নিপথ' প্রকল্পে ছাড় দিয়েছে। মঙ্গলবার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, শীঘ্রই নতুন প্রকল্প কার্যকর হবে। বর্তমানে জুন মাস চলছে। বছরের অর্ধেক সময় পেরোতে চলেছে। তার মধ্যেই ঘোষণা হল 'অগ্নিপথ' প্রকল্পের।
কী এই 'অগ্নিপথ' প্রকল্প?
নতুন প্রকল্পে বছরে ৪৫ - ৫০ হাজার 'অগ্নিবীর' নিয়োগ হবে। বেশিরভাগেরই কর্মজীবনের মেয়াদ থাকবে মাত্র চার বছর। প্রতিবছর যা নিয়োগ হবে, তার মাত্র ২৫ শতাংশ আরও ১৫ বছর কাজের সুযোগ পাবেন। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে জওয়ানের সংখ্যা ১৩ লাখেরও বেশি। নতুন প্রকল্পে সেখানে বছরে নিয়োগ হবে মাত্র ১২ হাজার জওয়ান। বছরে দু'বার নিয়োগ হলে, সংখ্যাটা দাঁড়াবে ২৪ হাজার।
তাও মাত্র ১৫ বছরের জন্য। এতে পেনশন নিয়ে সরকারের উদ্বেগ কমবে। পেনশন নিয়ে সেনাকর্মীদের দাবি দীর্ঘদিনের। নতুন প্রকল্পের সাহায্যে সেই দাবিকেও ঘুরিয়ে পাশ কাটানো যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু, এতে স্থায়ী সেনার সংখ্যা কমবে বলে তারা উদ্বিগ্ন।
'অগ্নিবীর' নিয়োগের যোগ্যতা
এই নতুন প্রকল্প নন-কমিশনড অফিসার তথা জওয়ানদের জন্য। নতুন প্রকল্পে যোগ দিতে বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছর। সেনায় শারীরিক, মানসিক এবং শিক্ষার যে মাপকাঠি থাকে, সেই মাপকাঠিতেই নিয়োগ হবে। যেভাবে দেশজুড়ে নানা সেনা ছাউনিতে নিয়োগ চলে, নিয়োগ হবে সেভাবেই। বছরে সর্বোচ্চ দু'বার নিয়োগ হতে পারে।
প্রার্থী বাছাইয়ের পর কী হবে?
একবার নিয়োগ হয়ে গেলে চলবে ছয় মাসের প্রশিক্ষণ। সাড়ে তিন বছরের জন্য নিয়োগ করা হবে 'অগ্নিবীর'দের। বেতন হবে মাসিক ৩০ হাজার টাকা। অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন নিযুক্তরা। এই মাসিক ৩০ হাজার টাকা বেতনই চার বছরের শেষের দিকে হবে মাসিক ৪০ হাজার টাকা। এই চার বছরে মাইনের ৩০ শতাংশ টাকা চলে যাবে 'সেবা নিধি' প্রকল্পে।
সরকারও 'সেবা নিধি' প্রকল্পে সমান টাকা দেবে। দুটো মিলে যে মোট অর্থ, তা ওপর সুদও পাবেন জওয়ানরা। সব মিলিয়ে, চার বছরের শেষে করমুক্ত ১১.৭১ লাখ টাকা পাবেন। সঙ্গে থাকবে ৪৮ লাখ টাকার জীবনবিমা। যা আহত বা মৃত্যু হলে পাবেন 'অগ্নিবীর' বা তার পরিবার। চার বছরের এই কর্মজীবনে কোনও অবসরকালীন সুযোগ-সুবিধা থাকবে না।
মোদির অবস্থান!
এদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে ভারতজুড়ে। সেনা বাহিনীতে যোগ দিতে ইচ্ছুকদের প্রতিবাদ হিংসাত্মক আকার ধারন করেছে। মোদি সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপের কথা বলা হলেও প্রতিবাদের আগুন নিভছে না। কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে কিছুতেই কিছু হচ্ছে না। এই আবহে এবার নিজের মনের কথা খুলে বললেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বর্তমানে দুই দিনের কর্ণাটক সফরে রয়েছেন মোদি। সোমবার (২০ জুন) তিনি বলেছেন, অনেক সিদ্ধান্ত এবং সংস্কার অপ্রীতিকর মনে হতে পারে, তবে সমগ্র দেশ এগুলির সুফল ভোগ করবে একদিন। যদিও এদিন এই মন্তব্য করার সময় মোদি অগ্নিপথ প্রকল্পের নাম মুখে নেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে- তিনি ঘুরিয়ে অগ্নিপথ নিয়ে নিজের মতামতের কথাই স্পষ্ট করে তুলে ধরলেন। এদিকে কৃষি আইনের মতো অগ্নিপথ যে ফিরিয়ে নেওয়া হবে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও।
- সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস