আটলান্টিক মহাসাগরে গিয়ে উধাও হচ্ছে রাশিয়ার তেলের কার্গো
আটলান্টিক মহাসাগরে গিয়ে উধাও হচ্ছে রাশিয়ার জ্বালানি তেলের কার্গো। দেশটির জ্বালানি নিষেধাজ্ঞা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উধাও হওয়া তেলের কার্গোর সংখ্যাও।
পর্তুগাল থেকে প্রায় ৯৫০ মাইল পশ্চিমের ক্ষুদ্র দ্বীপপুঞ্জ অ্যাজোরেসের কাছে গিয়ে গত ১০ দিনে কমপক্ষে তিনটি জ্বালানি তেলের ট্যাঙ্কার জাহাজ ট্র্যাকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ধারণা করা হচ্ছে জাহাজগুলো তাদের চালান অন্য কোনো জাহাজে স্থানান্তর করেছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে এ ধরনের স্থানান্তর ঘটেনি। এমনকি স্যাটেলাইট মনিটরিংয়ের বাইরে গিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনাও নতুন।
খুব সম্ভবত ক্রেতাদের অনেকে তেল কেনার বিষয়টি আড়ালে রাখতে চাচ্ছেন বলেই যথাসম্ভব গোপনীয়তা বজায় রেখে তেল পাঠানো হচ্ছে। রাশিয়ার তেল কেনার ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা আগামী ডিসেম্বরে কার্যকর হবে।
বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে এক জাহাজ থেকে আরেক জাহাজ তেলের চালান স্থানান্তর করা খুব সাধারণ ঘটনা। রাশিয়ার বহু কার্গো ডেনমার্কের উপকূল এবং সাম্প্রতিক সময়ে মেডিটেরিয়ান এমনকি অ্যাজোরেস উপকূল পর্যন্তই চালান নিয়ে আসে।
তবে নতুন যে বিষয়টি আগে ঘটেনি তা হলো কার্গোগুলো দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়া।
সাধারণত নিষেধাজ্ঞার মধ্যে অবৈধভাবে চালান সরবরাহের সময় এই ঘটনাগুলো ঘটে থাকে। ইরান ও ভেনেজুয়েলার ক্ষেত্রেও এমনটা দেখা গেছে।
স্থানান্তরের সময় সাধারণত দুটি জাহাজ পাশাপাশি অবস্থান নিয়ে থাকে। ছোট ট্যাঙ্কারগুলো থেকে আরও বড় ট্যাঙ্কারে চালান পাঠানো হয়। এরপর বড় জাহাজটি সাধারণত আরও দীর্ঘপথ পাড়ি দেয়। বেশিরভাগক্ষেত্রেই জাহাজগুলো এশিয়াগামী হয়ে থেকে।
সূত্র: ব্লুমবার্গ