ভারতীয় পররাষ্ট্রনীতির প্রশংসায় উচ্ছ্বসিত ইমরান, র্যালিতে দেখানো হলো জয়শঙ্করের ভিডিও
এসময় ভারতের প্রশংসা করে ইমরান আরও বলেন, ‘জয়শঙ্কর তাদের বলেছেন, তোমরা (এসব বলার) কে? ইউরোপ রাশিয়া থেকে গ্যাস কিনছে, আমাদের জনগণের প্রয়োজন অনুসারে আমরাও কিনব? এটাই একটি স্বাধীন দেশের পরিচয়’।