করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্নাতকোত্তর ক্লাস স্থগিতের ঘোষণা বুয়েটের
দেশে করোনাভাইরাস সংক্রমণের গতি ফের ঊর্ধ্বমুখী হওয়ায় স্নাতকোত্তর (পোস্ট-গ্র্যাজুয়েট) শ্রেণির পাঠদান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- বুয়েটের কর্তৃপক্ষ।
বুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (৩০ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্নাতক পর্যায়ের শ্রেণিকার্যক্রম নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গেছেন আরও ৪ জন। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন।
এসময় সারাদেশে ১৩ হাজার ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে পজিটিভ শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৭০ শতাংশে।