সারাহ রিসোর্ট থেকে বিপন্ন মায়া হরিণ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সারাহ রিসোর্টে অভিযান চালিয়ে দুটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিনের নির্দেশে গাজীপুরে অবস্থিত বিভিন্ন রিসোর্টে অবৈধভাবে প্রদর্শিত বন্যপ্রাণীর সন্ধানে ৩ দিনের একটি তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
এই অভিযান থেকেই উদ্ধার করা হয় হরিণ দুটিকে।
রিসোর্ট কর্তৃপক্ষ বলছে, তারা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ সম্পর্কে অবগত ছিলেন না।
ভবিষ্যতে কোনো বন্যপ্রাণীকে রিসোর্টে বন্দী করে রাখা হবে না বলে প্রতিশ্রুতি দেন তারা।
এএসএম জহির উদ্দিন সতর্ক করে বলেন, যারা অবৈধভাবে বন্যপ্রাণী ধরে নিয়ে রিসোর্টে প্রদর্শন করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার হওয়া হরিণগুলো পরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।