ভারতীয় ধনকুবের বিজয় মালিয়ার চার মাসের কারাদণ্ড, জরিমানা দুই হাজার রুপি
ভারতের অন্যতম 'বিজনেস টাইকুন'- পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সাজা ঘোষণা হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। আদালত থেকে তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে মালিয়াকে দু'হাজার টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার।
আদালত আরও বলেছেন, জরিমানা সময়মতো জমা না হলে মালিয়াকে আরও দু'মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
সুপ্রিম কোর্ট জানায়, নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের প্রায় ৩১৭ কোটি ৬৩ লাখ রুপি পাঠিয়েছেন বিজয় মালিয়া। এদিকে তাকে ৬,২০০ কোটি রুপিরও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বারবার নির্দেশ অমান্য করেও কোনও অনুশোচনা নেই ব্যবসায়ীর। তাই এই সাজা ঘোষণা করা হলো।
৬৬ বছর বয়সী মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপির অভিযোগ রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন তিনি।