৬ বছর আগের মামলায় দীপ্ত টিভির এমডিকে কারাগারে পাঠানোর পর জামিন, ৩ জন কারাগারে
ছয় বছর আগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় চট্টগ্রামের একটি সাইবার ট্রাইব্যুনাল দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানকে কারাগারে পাঠানোর কয়েক ঘণ্টা পর তাকে জামিন দেওয়া হয়েছে।
তবে দীপ্ত টিভির পরিচালক জাহিন হাসান ও বাকি তিনজন জামিন পাননি।
সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অসুস্থতার কারণে জামিন আবেদন করার পর কাজী জাহেদুল হাসানকে জামিন দেন বিচারক। বাকি আসামিদের জামিন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের বিরুদ্ধে দীপ্ত টেলিভিশনে সংবাদ পরিবেশন করায় ছয় বছর আগে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার বাদী নুরুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
বাকি দুজন হলেন, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুনা আনসারী।
গত ৫ জুন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার শর্তে তাদের ছয় সপ্তাহের জামিন দেওয়া হয় উচ্চ আদালতে।
২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ দীপ্ত টিভিতে প্রকাশিত সংবাদে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে 'মিথ্যা সংবাদ' পরিবেশন এবং মন্ত্রী ও তার ছেলের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করা হয়।
২০১৬ সালের ৫ এপ্রিল তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় চকবাজার থানায় মামলাটি করা হয়।