চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পাবজি গেম টুর্নামেন্টে অংশ নেওয়ায় ১০৮ জন আটক
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ পাবজি মোবাইল গেম টুর্নামেন্টের আয়োজন করায় অভিযান চালিয়ে ১০৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) দুপুরের দিকে শহরতলীর দৌলতদিয়ার এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের বেশিরভাগই ছিলেন স্কুল-কলেজের শিক্ষার্থী। তারা ঢাকা, নারায়ণগঞ্জ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাবজি মোবাইল ল্যান ইভেন্টে অংশ নেওয়ার জন্য চুয়াডাঙ্গায় জড়ো হয়েছিলেন।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জনকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও ৭৮ জনের বয়সের সত্যতা যাচাই করা হচ্ছে। এই ৭৮ জনের কারো বয়স যদি ১৮ বছর বা তার বেশি হয়, তাহলে তাদেরও সমপরিমাণ কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও, তাদের কাছ থেকে টাকা ও ১১০টি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।
গত বছরের ২৫ আগস্ট থেকে দেশে পাবজি মোবাইল ও ফ্রি ফায়ার নামক গেম নিষিদ্ধ করা হয়। এসব গেমের প্রতি সাধারণ মানুষের চরম আসক্তি তাদের জন্য ক্ষতি বয়ে আনতে পারে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলো দেশের টিনেজারদের সহিংস ও নীতিবিরুদ্ধ হয়ে উঠতে প্রভাবিত করছে উল্লেখ করে এসব গেম নিষিদ্ধের জন্য পিটিশন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবি। তারই প্রেক্ষিতে গেমগুলো নিষিদ্ধের রায় দেন আদালত।
তবে শুরুতে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হলেও, পরবর্তীতে নিষেধাজ্ঞার সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। শুধু বাংলাদেশই নয়, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও একইভাবে পাবজি গেমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।