ঢাকার জনসংখ্যা আসলে কত
দেশের জনবহুলতম নগরী ঢাকা, এখানে ১ কোটি ২ লাখের বেশি মানুষ বসবাস করে বলে জানিয়েছে জনশুমারির সাম্প্রতিক প্রতিবেদন।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে 'জনশুমারি ও গৃহগণনা ২০২২'- এর প্রাথমিক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন। আর ঢাকা দক্ষিণ সিটির জনসংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫। এ হিসাবে, দুই সিটি করপোরেশনের মোট বাসিন্দা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৭৪ সালে অনুষ্ঠিত দেশের প্রথম জনশুমারিতে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন। ৫০ বছরে এ সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।
বিভাগ হিসেবে ঢাকায় সর্বাধিক ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন মানুষের বসবাস। এর মধ্যে পুরুষ ২ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮২২ জন। আর নারী ২ কোটি ১৭ লাখ ২১ হাজার ৫৫৬ জন। এ বিভাগে ট্রান্সজেন্ডারের সংখ্যা ৪ হাজার ৫৭৭ জন।
ঢাকায় বস্তিবাসী প্রায় ৯ লাখ
দেশে মোট ১৮ লাখ মানুষ বস্তিতে বাস করেন। ভাসমান জনগোষ্ঠী ২২ হাজার ১৮৫ জন।
বস্তিবাসীদের বেশিরভাগই থাকেন ঢাকায়। আর সবচেয়ে কম ময়মনসিংহে।
ঢাকায় বস্তিবাসীর সংখ্যা ৮ লাখ ৮৪ হাজার এবং ময়মনসিংহে ৩৬ হাজার ৪৯১ জন।
ভাসমান জনগোষ্ঠীর সংখ্যাও ঢাকাতে বেশি ৯ হাজার ৪৭০ জন, আর ময়মনসিংহে সবচেয়ে কম ৬৯৬ জন।