এবার জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করবেন রাম চরণ?
সম্প্রতি এস এস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করে হলিউড তারকাদের প্রসংসা কুড়িয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণ। ব্যাপক ব্যবসায়িক সাফল্য লাভ করা এই পিরিয়ড সিনেমায় মুক্তিকামী যোদ্ধার ভূমিকায় রাম চরণের অভিনয় এতটাই মনোমুগ্ধকর ছিল যে, মার্ভেল স্রষ্টাদের একজন মনে করেন, রাম চরণই হতে পারেন আগামীর জেমস বন্ড।
ড্যানিয়েল ক্রেইগ আর জেমস বন্ড চরিত্রে অভিনয় করবেন না জানিয়ে দেওয়ার পর থেকেই চলছে জল্পনা-কল্পনা, কে হবেন পরবর্তী জেমস বন্ড? ক্রেইগ অভিনীত শেষ বন্ড সিনেমা ছিল 'নো টাইম টু ডাই'। এদিকে মার্ভেলের লুক কেজ- এর স্রষ্টা চিও হোদারি কোকার মনে করেন, বন্ডের ভূমিকায় বেশ ভালো অভিনয় করবেন দক্ষিণী তারকা রাম চরণ।
বুধবার টুইটারে চিও টুইটারে পরবর্তী জেমস বন্ড হিসেবে তার ফেভারিটদের নাম প্রকাশ করেন। সেই তালিকায় ছিল রাম চরণের পাশাপাশি আরো ছিল ইদ্রিস এলবা, সোপ দিরিসু, ম্যাথিউ গুডে ও ডেমসন ইদরিসের মতো তারকাদের নাম। কয়েক ঘণ্টার মধ্যে চিওর এই টুইটে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানায়, মূলত রাম চরণের ভক্তরাই ছিলেন বেশি। পরে আরেকটি টুইট করে এই অভিনেতাদের বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন চিও।
পরবর্তী পোস্টে চিও লেখেন, "ওহ, এত দ্রুত ওই পোস্টটা ছড়িয়ে পড়েছে! সবাই আসলে অভিনেতা ইদরিসকে চেনেন সবভাবেই, গ্যাংস অব লন্ডন দেখে আমার সোপ এর কথা মাথায় এসেছে, দ্য অফার-এ ম্যাথিউ ছিল, স্নোফ-এ ডেমসন এবং আরআরআর- এ রাম চরণ। তাদের মধ্যে বন্ডের ভূমিকায় অভিনয়ের যোগ্যতা আছে।"
এদিকে চিওর টুইট শেয়ার করে উল্লাসে ভাসছেন রাম চরণের ভক্তরা। তারা অভিনেতাকে 'টলিউডের রাজা' হিসেবে আখ্যা দিয়ে তার ছবি এবং আরআরআর সিনেমা থেকে ভিডিও শেয়ার দিতে শুরু করেন। কেউ কেউ আবার রাম চরণকে জেমস বন্ড রূপেও সাজিয়ে পোস্টারও বানিয়ে ফেলেছেন!
শুধু চিও ই নন, 'গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি'র নির্মাতা জেমস গান এবং ডক্টর স্ট্রেঞ্জ নির্মাতা স্কট ডেরিকসনও আরআরআর সিনেমার প্রশংসা করেন। এমসিইউ'র একাধিক অভিনেতা এবং মার্ভেল ও ডিসি কমিক বইয়ের লেখকেরাও আরআরআর সিনেমার প্রশংসায় মেতেছেন। পরিচালক জো দান্তের মতে, এই ছবিতে 'ব্রিটিশ ঔপনিবেশের ভয়াবহ শোষণের চিত্র' উঠে এসেছে।
আরআরআর চলচ্চিত্রে আল্লুরি সিতারাম রাজু'র চরিত্রে দেখা গেছে রাম চরণকে। অন্যদিকে বিপ্লবী কোমারাম ভীমের চরিত্রে ছিলেন এনটি আর জুনিয়র। এই ছবিতে ক্যামিও হিসেবে অজয় দেবগণ ও আলিয়া ভাটকেও দেখা গেছে।