স্পিন জাদুতে সাকিব-মুস্তাফিজদের রেকর্ডে ভাগ বসালেন মোসাদ্দেক
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের অগোছালো বোলিংয়ের মাঝেও ব্যতিক্রম ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। মুস্তাফিজ-তাসকিনদের খরুচে দিনেও ডানহাতি এই স্পিনার নিজের ইকোনমি রাখেন ৭-এর মধ্যে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি হয়ে উঠলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের জন্য যমদূত। তার স্পিন ভেল্কিতে দিশা খুঁজে পেল না স্বাগতিক দলের ব্যাটসম্যানরা।
একের পর এক উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নিজের নাম তুললেন মোসাদ্দেক। তার নাম বসে গেল ইলিয়াস সানি, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের পাশে। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়েছেন তিনি, যা যৌথভাবে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় স্পিনার ও বোলার হিসেবে বিদেশের মাটিতে ৫ উইকেট নিলেন মোসাদ্দেক।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে পথ ভুলিয়ে দেওয়ার দিনে মোসাদ্দেক হয়ে ওঠেন স্পিন জাদুকর। তার বিপক্ষে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। ইনিংস শুরু করা মোসাদ্দেক প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। এরপর বাকি তিন ওভারে তিন উইকেট শিকার করেন তিনি। ৪ ওভারে ৫ উইকেট ঝুলিতে পুরতে মাত্র ২০ রান খরচা করেছেন মোসাদ্দেক, ২৪ বলের মধ্যে ১৫টিই ডট বল করেছেন তিনি।
টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়া বোলারের তালিকাটা লম্বা নয় বাংলাদেশের। মোসাদ্দেকের আগে কেবল ৩ জন বোলার এই কীর্তি গড়তে পেরেছেন। তালিকাটার শুরু ইলিয়াস সানির হাত ধরে। বাঁহাতি এই স্পিনার ২০১২ সালে বেলফাস্টে নিজের টি-টোয়েন্টি অভিষেকে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩ রানে ৫ উইকেট নেন, যা এই ফরম্যাটে বাংলাদেশের সেরা বোলিং।
দ্বিতীয় বোলার হিসেবে এই তালিকায় নাম লেখান মুস্তাফিজ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নেন বাঁহাতি এই পেসার। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিয়ে তালিকাটা আরেকটু বড় করেন সাকিব, তার খরচা ছিল ২০ রান।
মোসাদ্দেকও ২০ রানে ৫ উইকেট নিয়ে সাকিবের সঙ্গে জায়গা ভাগাভাগি করলেন। এদিন তার শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের রেজিস চাকাভা, ওয়েসলে মাধেভেরে, অধিনায়ক ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস ও মিল্টন শুম্বা। প্রথম ওভারে চাকাভা ও মাধেভেরেকে ফেরান মোসাদ্দেক। এর পরের তিন ওভারে বাকি তিন উইকেট তুলে নেন ডানহাতি এই অফ স্পিনার।