জনি ডেপের পেছনে গোয়েন্দা লাগিয়েছিলেন অ্যাম্বার, লাভ হয়নি তাতেও
হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড তার সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করেছিলেন। ওই গোয়েন্দার কাজ ছিল ডেপের কাজকারবারে নজর রাখা, ও মানুষের সঙ্গে কথা বলে ডেপের হাঁড়ির খবর জানা।
পল ব্যারেসি নামক ওই হলিউড ফিক্সার সম্প্রতি নিজেই এ খবর ফাঁস করেছেন।
ল অ্যান্ড ক্রাইম নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারেসি বলেন, 'আমার কাজ ছিল অ্যাম্বারের অভিযোগের ধরনের মতো ডেপের অতীতের অন্যান্য বাজে আচরণগুলোর ইতিহাস খুঁজে বের করা। আমার প্রাথমিক কাজ ছিল, জনি ডেপের দ্বারা নিগ্রহের শিকার হওয়া অন্য নারীদের খুঁজে বের করা।'
'আমি কয়দিন কাজ করলাম। অনেকের বাড়ি বাড়ি গেলাম। কিন্তু একটা লোকও ডেপকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেনি। তবে কেউ সামনাসামনি তাকে খারাপ মানুষ হিসেবে চিহ্নিত না করলেও, আমরা কিন্তু জানি না ঘরের ভেতরে তিনি কী কী কাণ্ড করেছেন,' বলেন পল।
পল জানান, জনি ডেপ একজন আন্তর্জাতিক তারকা। সবাই তাকে ভালোবাসেন, সেজন্য কেউ তার খারাপ দিকগুলো দেখতে পান না। তবে তিনি যত লোকের সঙ্গে কথা বলেছিলেন, সবাই ডেপকে অমায়িক বলেই একবাক্যে মেনে নিয়েছিলেন।
২০২২ সালে জনি ডেপের বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে যান অ্যাম্বার হার্ড।
সূত্র: জিও টিভি