চলতি বছরে ৩৮% বাড়ছে রাশিয়ার জ্বালানি রপ্তানি আয়
তেলের উচ্চমূল্য এবং রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এ বছর রাশিয়া জ্বালানিশক্তি রপ্তানি থেকে ৩৩৭.৫ বিলিয়ন ডলার আয় করবে, যা গত বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি। রুশ অর্থ মন্ত্রণালয়ের নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউক্রেন আক্রমণকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে রাশিয়ার অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা সামলে নেওয়া সম্ভব হবে বর্ধিত এই রাজস্বের মাধ্যমে।
চলমান অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতি রুশদের জীবনযাত্রার মান নষ্ট করছে। এমন পরিস্থিতিতে যদি অর্থ মন্ত্রণালয়ের অনুমান সত্যি হয়, তাহলে তা প্রেসিডেন্ট পুতিনকে দেশের সামরিক ব্যয় এবং বেতন-ভাতা-মজুরি ও পেনশন বাড়াতে সহায়তা করবে।
তবে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতির যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার মাত্র কিছু অংশই পূরণ করা সম্ভব হবে জ্বালানি খাতের এই আয় বৃদ্ধির মাধ্যমে।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের সিনিয়র সহযোগী জানিস ক্লুগজ বলেন, "রুশ অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব খুবই অসম। কিছু সেক্টরের ক্ষেত্রে এটি বিপর্যয়কর প্রমাণিত হয়েছে, যেমন গাড়ি শিল্প। আবার অন্যদিকে, জ্বালানি খাত এখনও তুলনামূলকভাবে কম প্রভাবিত।"
অটোমোবাইল ছাড়াও, তিনি আইটি এবং ফিনান্সকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দুটি খাত হিসেবে উল্লেখ করেছেন।
"এই সেক্টরগুলোর সঙ্গে পশ্চিমাবিশ্বের শক্তিশালী সংযোগ রয়েছে এবং ফলস্বরূপ এই খাতগুলোতে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে", যোগ করেন ক্লুজ।
রয়টার্সের খবর অনুযায়ী, মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, জ্বালানি রপ্তানি আয় পরের বছর অর্থাৎ, ২০২৩ সালে ২৫৫.৮ বিলিয়ন ডলার হবে, যা এ বছরের তুলনায় কম হলেও ২০২১ সালের তুলনায় বেশি। গেল বছর রাশিয়ার জ্বালানি খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছিল ২৪৪.২ বিলিয়ন ডলারে।
উল্লেখ্য, রয়টার্সের হাতে আসা নথির ব্যাপারে রাশিয়ার অর্থমন্ত্রণালয় মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি।
- সূত্র: আল জাজিরা