শিগগিরই ডলার সংকটের অবসান হবে, বাজার দাম ঠিক করবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
চলমান ডলারের সংকট শিগগিরই শেষ হবে, সেইসাথে বাজার দরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর আবদুর রউফ তালুকদার।
শনিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রাঙ্গণে বার্ষিক ব্যাংকিং কনফারেন্স ২০২২-এ যোগদানকালে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে গভর্নর বলেন, "ডলার সংকট একটি জটিল সমস্যা। আমাদের সকলকে ধৈর্য্য ধরতে হবে। বর্তমানে আমরা যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছি তা আমদানি-প্ররোচিত।"
"ডলারের দাম স্বল্পমেয়াদী প্রবাহ, রেমিট্যন্স ও রপ্তানি এবং বহিঃপ্রবাহ ও আমদানির ওপর নির্ভর করে। সবকিছুর মধ্যে ভারসাম্য থাকলে দাম স্থিতিশীল থাকে।"
দুই-তিন মাস পর এ বিষয়ে আরও কিছু বলা সম্ভব হবে বলে জানান তিনি।
ফোরেক্স মার্কেট থেকে বেশ কয়েকটি ব্যাংক উচ্চ মুনাফা করছে- এ সম্পর্কে জানতে চাইলে গভর্নর বলেন, "আমরা বিষয়টি তদন্ত করছি। এখনই বেশি কিছু যাবে না।"
"কিন্তু মুনাফা অর্জনকারী ব্যাংক এবং মুনাফা অর্জনকারী ব্যবসার মধ্যে পার্থক্য রয়েছে। তাদের [ব্যাংককে] অনেক দায়িত্ব এবং নিয়ম মেনে চলতে রাখতে হবে," যোগ করেন তিনি।
দেশের ব্যাংকিং খাত সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, "অবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। কোভিড-১৯ এর প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে এ খাত একটি জটিল পরিবেশে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।"
"টেকসই প্রবৃদ্ধির জন্য 'টেকসই ব্যাংকিং'কে উৎসাহিত করা এই পরিস্থিতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেইসাথে প্রযুক্তির ব্যবহারও প্রয়োজন। প্রযুক্তির বিবর্তনের সাথে, সমগ্র খাতেরই একটি বিশাল রূপান্তর ঘটেছে যেখানে অর্থ লেনদেনের পদ্ধতি এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে এসেছে আমূল পরিবর্তন।"
তিনি আরো বলেন, "ব্যাংকগুলোকে তাদের সুনাম বজায় রাখতে এবং গ্রাহক, বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রকদের আস্থা অর্জনের জন্য একটি ভাল কমপ্লায়েন্স সংস্কৃতি দেখানো খুবই গুরুত্বপূর্ণ।"
"একটি ভাল কমপ্লায়েন্স কালচার আরো ভালোভাবে সাংগঠনিক এবং ব্যক্তিগত ঝুঁকি কভার করে ব্যাংকগুলোকে বিভিন্ন উপায়ে উপকৃত করতে পারে। এছাড়া, কর্মীদেরকে কাজের সময় আত্মবিশ্বাসী করে তোলা এবং তাদের কাজে স্বচ্ছতা বজায় রাখতেও সাহায্য করে এই কালচার"।
"পাশাপাশি নিয়ন্ত্রক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে উন্নত সম্পর্ক বজায় রাখতেও ভূমিকা রাখে এই কালচার," যোগ করেন গভর্নর।