গ্যাসের দামে লাগাম না টানলে আগামী শীতগুলোতে ইউরোপের দুর্ভোগ আরও বাড়বে
প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে, আগামী পাঁচ থেকে দশ বছরে ইউরোপে প্রতি শীতে দুর্ভোগ আরও বাড়তে চলেছে বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী।
ইউরোপে গ্যাসের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণের পক্ষে দিনদিন সরব হচ্ছে ইউরোপীয়রা। বিদ্যুতের দাম থেকেও গ্যাসের দাম পৃথক রাখার কথাও বলা হচ্ছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকেই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো।
ইউক্রেনকে সমর্থনদানকারী দেশগুলো রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার কথা ভাবছে। গত বছর রাশিয়া ইউরোপের মোট গ্যাসের ৪০ শতাংশ সববরাহ করলেও এ বছর হুট করে রাশিয়া জ্বালানি সরবরাহ কমিয়ে দেওয়ায় হুহু করে বেড়েছে গ্যাসের দাম।
বেলজিয়ান জ্বালানি মন্ত্রী টিনে ভ্যান ডার স্ট্র্যাটেন টুইটারে লিখেন, ইউরোপে গ্যাসের দাম অতিসত্ত্বর নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
তিনি বলেন গ্যাসের সঙ্গে বিদ্যুতের দামের যোগসূত্র স্থাপন পুরোটাই কৃত্রিম। এই বিষয়টিও দূর করা জরুরি।
'আমরা যদি কিছু না করি, তাহলে আগামী পাঁচ কিংবা ১০ বছর প্রতি শীতই ভীষণরকম বাজে হতে চলেছে। আমাদের অবশ্যই মূল কারণটি নিয়ে কাজ করতে হবে,' বলেন তিনি।
গ্যাসের পাশাপাশি ইউরোপে বিদ্যুতের দামও বাড়ছে এবং চলতি সপ্তাহে সর্বোচ্চ রেকর্ড পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মের বলেন, 'জ্বালানি বাজারে এই মুহূর্তে যা ঘটছে, আমাদের সেই পাগলামি থামাতে হবে'।
বিদ্যুতের দাম কমাতে হবে। গ্যাসের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুতের দাম বাড়ানো চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
'আমরা প্রতিদিন পুতিনকে ইউরোপের বিদ্যুতের দাম নির্ধারণের সুযোগ দিতে পারি না,' বলেন তিনি।
বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গ্যাসের দাম বাড়ায় তাই বিদ্যুতের ওপরেও তার প্রভাব পড়েছে।
এমনকি নবায়নযোগ্য জ্বালানি খাতের বিদ্যুতের দামও বৃদ্ধি পেয়েছে।
২০২০ সালে রাশিয়ার গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ছিল জার্মানি। রাশিয়া বিদ্যুৎ সরবরাহ কমানোর পর শীতের জন্য গ্যাস মজুদ করা নিয়ে দেশটিকে কাঠখড় পুড়োতে হচ্ছে।
অক্টোবরের মধ্যে দেশটি গ্যাসের সক্ষমতার ৮৫ শতাংশ পূরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে। সে লক্ষ্যে জ্বালানি ব্যবহার কমানোরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা।
- সূত্র: বিবিসি