মুজিব-রশিদের স্পিন ছোবলে দিকহারা বাংলাদেশ
মুজিব-উর-রহমান ও রশিদ খান; আফগানিস্তানের এই দুই স্পিনারকে নিয়েই সবচেয়ে বেশি ভয় ছিল। সেই ভয়ই সত্যি হয়ে এলো। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগান দুই স্পিনারের তোপে দিক হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ২৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছে। বাংলাদেশকে একাই কোণঠাসা করে ফেলেছেন মুজিব। ডানহাতি এই অফ স্পিনার ৩ ওভারে মাত্র ৯ রানে ৩ উইকেট নিয়েছেন। ১ ওভারে ৩ রান দিয়ে রশিদ নিয়েছেন এক উইকেট।
৮ ওভার শেষে ৩৫ রান তুলেছে বাংলাদেশ। শুরুর চাপ কাটিয়ে রান তোলার চেষ্টা করছেন আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ। আফিফ ৫ ও মাহমুদউল্লাহ ৪ রানে ব্যাটিং করছেন।
দ্বিতীয় ওভারেই ওপেনার নাঈম শেখকে হারায় বাংলাদেশ। দারুণ এক ক্যারম বলে বাঁহাতি এই ওপেনারের স্টাম্প উপড়ে নেন মুজিব। ৮ বলে ৬ রান করে থামেন নাঈম।
নিজের দ্বিতীয় ওভারে এনামুল হক বিজয়কে সাজঘর দেখিয়ে দেন। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১৪ বলে ৫ রান করেন বিজয়। উইকেট নেওয়ার ধারাবাহিকতা তৃতীয় ওভারেও ধরে রাখেন মুজিব।
এই ওভারে তার শিকার সাকিব আল হাসান। ক্যারম বলেই নিজের তৃতীয় উইকেট ঝুলিতে পোড়েন আফগান অফ স্পিনার। এই উইকেট দিয়ে দ্বিতীয় কনিষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিদে ২০০ উইকেট পূর্ণ হয় তার। ৯ বলে ২টি চারে ১১ রান করেন সাকিব।
দলের দুঃসময়ে হাল ধরতে পারেননি মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের উইকেট তুলে নেন রশিদ খান। তারকা এই লেগ স্পিনারের বলে পরাস্থ হন মুশফিক, জোড়ালো আবেদন করে আফগানিস্তান। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে মেলে সফলতা। ৪ বলে ১ রান করেন মুশফিক।