ইন্ডিয়ানা জোনস ৫-এর ট্রেইলার মুক্তির দিনে দুঃসংবাদ দিলেন হ্যারিসন ফোর্ড!
ইন্ডিয়ানা জোনস ৫-এর ট্রেইলার মুক্তি পেয়েছে শনিবার। ডিজনির জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ ফ্র্যাঞ্চাইজির নতুন পর্বের আগমনী। পরিচালক জেমস ম্যানগোল্ড, অভিনেতা হ্যারিসন ফোর্ড এবং ফোবি ওয়ালার-ব্রিজ সহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 'ইন্ডিয়ানা জোনস ৫'-এর সহ-প্রযোজনায় রয়েছেন হলিউডের পরিচালক স্টিভেন স্পিলবার্গ।
ছবির ট্রেইলার অবশ্য এখনো অনলাইনে মুক্তি পায়নি। কিন্তু ৮০ বছর বয়সী হ্যারিসন এবং ফোবিকে ভক্তদের মাঝে নিয়ে এসে বিশেষ মুহূর্ত তৈরি করেছেন নির্মাতারা। ট্রেইলার দেখে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন, উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন কয়েক মিনিট ধরে।
এতেই যেন বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন প্রবীণ তারকা। হ্যারিসন বলেন, "ইন্ডিয়ানা জোনসকে এতখানি ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরাও আপনাদের জন্যই এই ছবিগুলো বানানোর সময় অবিশ্বাস্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি।" সহ-অভিনেত্রী ফোবিকেও কুর্নিশ করে বললেন, "তিনিও দুর্দান্ত!"
সিনেমা সম্পর্কে কথা বলতে গিয়ে হ্যারিসন বললেন, "ইন্ডিয়ানা জোনস-এর সিনেমাগুলো রহস্য এবং অ্যাডভেঞ্চারে ঘেরা। আমাদের কাছে বলার মতো একটি সত্যিকারের মানুষের গল্প রয়েছে এবং সেই সঙ্গে এমন একটি সিনেমা যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে।"
তবে এরপরই ভক্তদের দুঃসংবাদ দিয়েছেন হ্যারিসন। জানিয়েছেন, ইন্ডিয়ানা জোনস চরিত্রে এই তার শেষ অভিনয়। খ্যাতনামা এই অভিনেতা বলেন, "আর তোমাদের যন্ত্রণা দিবো না!"
অন্য দিকে ফোবি ওয়ালার-ব্রিজও ভক্তদের সাদর অভ্যর্থনার মাঝে জানান, এই ছবি করতে গিয়েই তার জীবন কেটে গিয়েছে এবং হ্যারিসনের মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।
ম্যাডস মিকেলসেন, টমাস ক্রেচম্যান, বয়েড হলব্রুক, শাউনেট রেনি উইলসন, টবি জোনস এবং আন্তোনিও ব্যান্ডারেস অভিনীত 'ইন্ডিয়ানা জোনস ৫' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৩ সালের ৩০ জুন।
সূত্র: ভ্যারাইটি